খেলাধুলা

ম্যাচ ‘বাঁচাতে’ সাকিবের যে পরিকল্পনা

চট্টগ্রাম থেকে ক্রীড়া প্রতিবেদক : তাইজুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাটিং দেখে সাকিবের উপলব্ধি,‘ওরা যেভাবে ব্যাটিং করলো, প্রমাণ করেছে এখানেও পরিকল্পনা করে ব্যাটিং করা সম্ভব।  আমরা আরেকটু ভালো অ্যাপ্লিকেশন কলে রানটা আরেকটু বড় হতো।’

চট্টগ্রাম টেস্টে টস হেরে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ! টস হেরে ফিল্ডিং করা মানেই তো চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ে নামা।  আর চতুর্থ ইনিংসে ব্যাটিং করা যে কোনো দলের জন্যেই কঠিন। এজন্য প্রথম ইনিংস অনেক গুরুত্বপূর্ণ।  প্রথম ইনিংসে আফগানিস্তানের বিপক্ষে টক্কর দিতে হলে অনেক অসম্ভবকে সম্ভব করতে হবে বাংলাদেশকে।  ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একটা সময়ে বাংলাদেশের রান ছিল ৭ উইকেটে ১৩০।  তখনও ফলোঅন এড়াতে দরকার ছিল ১৩ রান।  অধিনায়ক জানালেন ফলোঅনের শঙ্কায় ছিলেন তিনিও,‘ক্রিকেটে সবকিছু সম্ভব। তাই আমরা সবকিছুর জন্যই প্রস্তুত থাকি। ’

সফরকারীদের ৩৪২ রানের জবাবে বাংলাদেশের স্কোরবোর্ডে রান ৮ উইকেটে ১৯৪।  ক্রিজে আছেন মোসাদ্দেক ও তাইজুল।  এ জুটি শেষ দেড় ঘন্টায় আফগানদের হাসতে দেননি।  জুটি গড়েছেন ৪৮ রানের ৯৪ বলে।  এখনও ১৪৮ রানে পিছিয়ে স্বাগতিকরা।  ম্যাচ ‘বাঁচাতে’ সাকিব তাকিয়ে আছেন তাদের দিকে,‘আমাদের যে দুই উইকেট আছে তারা যদি ভালো ব্যাটিং করে একটু এগিয়ে নিতে যেতে পারে তাহলে আমাদের সুবিধা হবে।  আমি তো প্রত্যাশা করব যেন এই দুই উইকেট অন্তত একটি সেশন ব্যাটিং করে।  যদি সেটা করতে পারে তাহলে রানটি অনেক কমে আসবে। ৭০-৮০ পর্যন্তও যদি আমরা আনতে পারি সেটি আমাদের জন্য অনেক বড় সুবিধা হবে। যদিও অনেক কঠিন একটি চ্যালেঞ্জ হবে, তবে যেভাবে ব্যাটিং করেছে আমি বিশ্বাস রাখতেই পারি। ’

পাশাপাশি প্রথম ইনিংসের থেকে ভালো বোলিংয়ের প্রত্যাশায় রয়েছেন অধিনায়ক,‘এরপরে অবশ্যই খুব ভালো বোলিং করতে হবে। যেটা বিশ্ব ক্রিকেটে অনেকেই অনেক সময় করেছে যে এমনভাবে পিছিয়ে থাকার পরেও ভালোভাবে কামব্যাক করেছে। এমন সুযোগ যদি আমাদের থাকে এবং আমাদের বোলাররা ম্যাজিক্যাল কিছু করে দেখাতে পারে, এরপরে আমাদের ব্যাটসম্যানদের ওপরেও নির্ভর করতে হবে।’

দ্বিতীয় দিনের লড়াই শেষে বাংলাদেশ আফগানিস্তানের থেকে পিছিয়ে থাকলেও সাকিব জয়ের স্বপ্ন দেখছেন, ‘ম্যাচ জেতা অবশ্যই সম্ভব এবং ক্রিকেটে অনেক এমন হয়েছে যে প্রথম ইনিংসে পেছনে থাকার পরেও জয় পেয়েছে চতুর্থ ইনিংসে।  এমন শত শত উদাহরণ আছে যে দল কামব্যাক করে। আমরাও আশা করব যেন এমন কিছুই হয়।’

তাইজুল গতকাল মিরাকেল ঘটানোর কথা বলেছিলেন।  সাকিব আজ ম্যাজিক্যাল কিছু করার কথা জানিয়েছেন।  দেখার বিষয় তৃতীয় দিন বাংলাদেশের জন্য কি অপেক্ষা করছে।

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/৬ সেপ্টেম্বর ২০১৯/ইয়াসিন/আমিনুল