খেলাধুলা

কিংবদন্তি লেগ স্পিনার আব্দুল কাদিরের মৃত্যু

ক্রীড়া ডেস্ক : পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার আব্দুল কাদির ৬৩ বছর বয়সে মারা গেছেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার রাতে লাহোরে তার মৃত্যু হয়।

১৯৭৭ সালে অভিষেকের পর আব্দুল কাদির পাকিস্তানের হয়ে ৬৭ টেস্টে নেন ২৩৬ উইকেট। ১০৪ ওয়ানডেতে তার উইকেট ১৩২টি। টেস্টে ব্যাট হাতে আছে তিনটি ফিফটিও।

তার টপ স্পিন বোলিংয়ের জন্য বিখ্যাত ছিলেন আব্দুল কাদির। টেস্টে এক ইনিংসে দেশের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড এখনো তার দখলে। ১৯৮৭ সালে লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ৫৬ রানে নিয়েছিলেন ৯ উইকেট।

খেলোয়াড়ি জীবন শেষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করেছেন আব্দুল কাদির। শেন ওয়ার্ন, মুশতাক আহমেদের মতো লেগ স্পিনারের মেন্টর হিসেবেও কাজ করেছেন তিনি।

 

রাইজিংবিডি/ঢাকা/৭ সেপ্টেম্বর ২০১৯/পরাগ