খেলাধুলা

স্পেন ও ইতালির ছয়ে ছয়

ক্রীড়া ডেস্ক : ২০২০ ইউরো বাছাইপর্বে জিতেই চলেছে স্পেন ও ইতালি। দুই দলই পেয়েছে টানা ষষ্ঠ জয়।

রোববার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচে ফারো আইল্যান্ডকে ৪-০ গোলে হারিয়েছে স্পেন। ‘জে’ গ্রুপের ম্যাচে ফিনল্যান্ডের বিপক্ষে ইতালি জিতেছে ২-১ গোলে।

স্পেন অবশ্য প্রথমার্ধে গোল করতে পেরেছিল মাত্র একটি। ১৩ মিনিটে লিড এনে দিয়েছিলেন রদ্রিগো। ৫০ মিনিটে তিনিই ব্যবধান দ্বিগুণ করেন। আর নির্ধারিত সময়ের শেষ দুই মিনিটে দুই গোল করে বড় জয় নিশ্চিত করেন পাকো আলকাসের।

অন্যদিকে ইতালি-ফিনল্যান্ড ম্যাচের তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫৯ মিনিটে ইতালিকে লিড এনে দেন সিরো ইমোবিল। ৭২ মিনিটে পেনাল্টি থেকে স্বাগতিক ফিনল্যান্ডকে সমতায় ফেরান টিমু পুকি। সাত মিনিট পর পেনাল্টি থেকে ইতালির জয়সূচক গোলটি করেন চেলসির মিডফিল্ডার জর্গিনহো।

ছয় ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপের শীর্ষে আছে স্পেন। রোববার গ্রুপের অন্য ম্যাচে নরওয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করা সুইডেন ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। মাল্টাকে ১-০ গোলে হারানো রোমানিয়া ১০ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।

ইতালিও ছয় ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তাদের গ্রুপের শীর্ষে আছে। ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ফিনল্যান্ড। রাইজিংবিডি/ঢাকা/৯ সেপ্টেম্বর ২০১৯/পরাগ