খেলাধুলা

মাথায় বলের আঘাতে মাঠের বাইরে আন্দ্রে রাসেল

ক্রীড়া ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল মাথায় বলের আঘাত পেয়েছেন। আঘাত পাওয়ার পর স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। করা হয় সিটি স্ক্যান। পরবর্তীতে ফ্র্যাঞ্চাইজিদের পক্ষ থেকে জানানো হয়েছে রাসেল ঠিক আছেন। বড় কোনো সমস্যা ধরা পড়েনি।

বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় সাবিনা পার্কে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে এই ঘটনা ঘটে। তখন ১৪তম ওভারের খেলা চলছিল। জ্যামাইকা তালাওয়াসের হয়ে সবেমাত্র মাঠে নেমেছিলেন রাসেল। এ সময় সেন্ট লুসিয়া জউকসের দক্ষিণ আফ্রিকান বোলার হার্ডার্স ভিলজোয়েনের করা বলে পুল শট খেলতে গিয়ে ব্যাটে বলে করতে পারেননি। বলটি গিয়ে সরাসরি তার ডান কানের কাছে হেলমেটে সজোরো আঘাত করে।

সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান রাসেল। এরপর প্রতিপক্ষের খেলোয়াড়রা তার মাথার হেলমেট খুলে ফেলে ইনজুরির অবস্থা বোঝার চেষ্টা করে। তাতে দেখা যায় নেক গার্ড না পরেই খেলতে নেমেছিলেন রাসেল।

এরপর স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। করানো হয় সিটি স্ক্যান। কিন্তু মারাত্মক কিছু ধরা পড়েনি রিপোর্টে।

ওই ম্যাচে জ্যামাইকা তালাওয়াস ১৭০ রান তোলে। জবাবে সেন্ট লুসিয়া জউকস ২০ বল হাতে রেখেই এই রান ছুঁয়ে ফেলে।

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ সেপ্টেম্বর ২০১৯/আমিনুল