খেলাধুলা

মিরপুরে সাত বলে সাত ছক্কা!

ক্রীড়া ডেস্ক : নেভিল মাদজিভার অফ স্টাম্পের বাইরের বলটা পয়েন্টের ওপর দিয়ে তুলে মারলেন নজিবুল্লাহ জাদরান। আরেকটি ছক্কা? নাহ, হলো না। অল্পের জন্য সেটি বাউন্ডারি লাইনের বাইরে পড়ল না। বাইরে পড়লে হয়ে যেত টানা আট বলে (বৈধ) আট ছক্কা!

মিরপুরে শনিবার ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে যেন ছক্কার বৃষ্টি নামিয়েছিল আফগানিস্তানের ব্যাটসম্যানরা। জিম্বাবুয়ের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে আফগানরা তুলেছে ৫ উইকেটে ১৯৭ রান। ইনিংসে ১০ চারের পাশাপাশি ছক্কা হয়েছে ১৫টি। এর মধ্যে সাতটি ছিল পরপর সাত বলে!

টস হেরে ব্যাট করতে নেমে ৩৪ বলে ৫৭ রানের উদ্বোধনী জুটিতে আফগানিস্তানকে দারুণ সূচনা এনে দিয়েছিলেন হজরতউল্লাহ জাজাই ও রহমানউল্লাহ গুরবাজ। এরপর ৩ রানের মধ্যে ফেরেন দুজনই। অভিষিক্ত রহমানউল্লাহ ২৪ বলে ৫ চার ও ২ ছক্কায় করেন ৪৩, জাজাই ১৪ বলে ১৩।

এরপর নজিব তারাকাই ও আসগর আফগান ইনিংস বড় করতে পারেননি। দুজনের ব্যাট থেকেই আসে ১৪ রান। আফগানিস্তানের স্কোর তখন ১৩ ওভার ২ বলে ৪ উইকেটে ৯০। ঝড় ওঠে এরপরই।

পঞ্চম উইকেট জুটিতে নজিবুল্লাহ ও মোহাম্মদ নবী ১০৭ রান যোগ করেন মাত্র ৩০ বলে! এর মধ্যে ১৭তম ওভারে টেন্ডাই চাতারার শেষ চার বলে নবী হাঁকান টানা চারটি ছক্কা। পরের ওভারে মাদজিভার প্রথম তিন বল ছক্কায় উড়ান নজিবুল্লাহ। মানে পরপর সাত বলে সাত ছক্কা! পরের বলটা মাদজিভা দিয়েছিলেন ওয়াইড। পরের বলে চার হাঁকিয়ে নজিবুল্লাহ ফিফটি পূর্ণ করেন মাত্র ২২ বলে।

ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ১৮ বলে ৪ ছক্কায় ৩৮ রান করেন নবী। নজিবুল্লাহ ৩০ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৬৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত ছিলেন। শেষ ৫ ওভারে আফগানিস্তান তুলেছে ৮৮ রান!

আফগানিস্তানের ১৫ ছক্কা মিরপুরে কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইনিংসে সর্বোচ্চ। ২০১২ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ১৪ ছক্কা ছিল আগের রেকর্ড। রাইজিংবিডি/ঢাকা/১৪ সেপ্টেম্বর ২০১৯/পরাগ