খেলাধুলা

নাপোলির মাঠে চ্যাম্পিয়ন লিভারপুলের হার

হার দিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল।

মঙ্গলবার রাতে ‘ই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নাপোলির মাঠে ২-০ গোলে হেরেছে ইংলিশ ক্লাবটি। দুটি গোলই হয়েছে শেষ দশ মিনিটে।

ইউরোপ সেরার মঞ্চে গত মৌসুমেও গ্রুপ পর্বে নাপোলির মাঠে হেরেছিল ইয়ুর্গেন ক্লপের দল। সেবার ব্যবধানটা ছিল ১-০।

১৯৯৪ সালে এসি মিলানের পর প্রথম দল হিসেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমে প্রথম ম্যাচ হারল লিভারপুল।

সান পাওলো স্টেডিয়ামে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যেতে পারত নাপোলি। তবে চোটে পড়া গোলরক্ষক অ্যালিসনের জায়গায় খেলতে নেমা আদ্রিয়ান নাপোলির ফ্যাবিয়ান রুইজের দুটি প্রচেষ্টা রুখে দেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে আরেকটি অসাধারণ সেভ করেন ৩২ বছর বয়সি গোলরক্ষক। ফার পোস্টে নেওয়া ড্রিস মের্টেন্সের ভলি আদ্রিয়ানের ডান হাতে লেগে উড়ে যায় বারের ওপর দিয়ে।

দ্বিতীয়ার্ধে মোহাম্মদ সালাহর একটি শট ঠেকান নাপোলি গোলরক্ষক অ্যালেক্স মেরেট। এর আগে সাদিও মানেকেও একবার ফিরিয়ে দেন তিনি।

৮২ মিনিটে ডি-বক্সে লিভারপুল ডিফেন্ডার অ্যান্ড্রু রবার্টসন প্রতিপক্ষের কায়োহনকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে নাপোলিকে এগিয়ে দেন মের্টেন্স। আর যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করার পাশাপাশি জয় নিশ্চিত করেন লরেন্তে।

গ্রুপের অন্য ম্যাচে বেলজিয়ামের ক্লাব জেঙ্ককে ৬-২ গোলে হারিয়েছে অস্ট্রিয়ান ক্লাব রেড বুল সালজবুর্গ। দলটির হয়ে চ্যাম্পিয়নস লিগ অভিষেকে হ্যাটট্রিক করেছেন আর্লিং ব্রাউট হালান্ড। ঢাকা/পরাগ