খেলাধুলা

ম্যাচে ১৭ উইকেট নিয়ে অ্যাবটের ইতিহাস

২০১৭ সালে দক্ষিণ আফ্রিকাকে বিদায় জানিয়ে কলপ্যাক চুক্তি করেছিলেন হ্যাম্পশায়ারের সঙ্গে। কাইল অ্যাবট এবার ইংলিশ কাউন্টি দলটির হয়েই দারুণ এক রেকর্ড গড়লেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এই শতাব্দীতে ম্যাচসেরা বোলিংয়ের রেকর্ড।

চলমান কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ানে সমারসেটের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ৮৬ রানে ১৭ উইকেট নিয়েছেন অ্যাবট। ১৯৫৬ সালে ম্যানচেস্টার টেস্টে জিম লেকারের বিখ্যাত ৯০ রানে ১৯ উইকেটের পর প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচসেরা বোলিং এটিই।

সাউদাম্পটনের রোজ বোলে প্রথম ইনিংসে অ্যাবট ৪০ রানে নিয়েছিলেন ৯ উইকেট। বুধবার দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে নেন ৮ উইকেট।

২৮২ রান তাড়ায় ব্যাটিংয়ে নেমেছিল সমারসেট। বিনা উইকেটে ৮৬ রান তুলে ফেলেছিল তারা। অ্যাবট পাঁচ ওভারের প্রথম স্পেলে ছিলেন উইকেটশূন্য। ৩২ বছর বয়সি পেসার দ্বিতীয় স্পেলে ফিরে ছয় ওভারে নেন ৬ উইকেট। বিনা উইকেটে ৮৬ থেকে সমারসেটের স্কোর হয়ে যায় ৭ উইকেটে ১০০! এরপর তারা গুটিয়ে যায় ১৪৪ রানেই।

এই শতাব্দীতে প্রথম শ্রেণির ম্যাচে কোনো বোলারের ১৭ উইকেট নেওয়ার দ্বিতীয় ঘটনা এটি। ২০০৪ সালে ফ্লোরিডায় আইসিসি ইন্টারকন্টিনেন্টাল কাপে কানাডার হয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৩৭ রানে ১৭ উইকেট নিয়েছিলেন জন ড্যাভিসন।

অ্যাবটের ৮৬ রানে ১৭ উইকেট হ্যাম্পশায়ারের হয়ে কোনো বোলারের সেরা বোলিং। আর কাউন্টি চ্যাম্পিয়নশিপ ইতিহাসের চতুর্থ সেরা বোলিং। ঢাকা/পরাগ