খেলাধুলা

মার্সেল রেফ্রিজারেটর জাতীয় মহিলা দাবার শীর্ষে ৩৯ জন

ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল এর পৃষ্ঠপোষকতায় চলমান ‘মার্সেল রেফ্রিজারেটর ৩৯তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৯’ এর দ্বিতীয় রাউন্ডের খেলা আজ শুক্রবার শেষ হয়েছে। দুই রাউন্ড শেষে ১৩ জন খেলোয়াড় পূর্ণ দুই পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

এরা হলেন- গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, গতবারের তৃতীয় এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন, মহিলা ক্যান্ডিডেট মাস্টার শারমীন সামিহা সিম্মী, কাজী জারিন তাসনিম, জান্নাতুল ফেরদৌস, আহমেদ ওয়ালিজা, বগুড়ার উম্মে তাসলিমা প্রতিভা তালুকদার, বরিশালের আফরিন হাজান মুনিয়া, নুশরাত জাহান আলো, মোছাম্মৎ ঝর্ণা বেগম, কিশোয়ারা সাজরীন ইভানা ও সাবিকুন নাহার তনিমা।

আজ শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়াকক্ষে দ্বিতীয় রাউন্ডের খেলায় জিনিয়া হক মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভার সাথে ড্র করেন। আন্তর্জাতিক মহিলা মাস্টার শিরিন শারমীন খানকে, আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ইয়ন সরকারকে, মহিলা ফিদে মাস্টার নোশিন ইশরাত জাহান দিবাকে, জারিন তামান্না তাসনিমকে, জান্নাত তাসনিয়া তারান্নুম অর্পাকে, প্রতিভা আফরোজা হক চৌধুরীকে, মুনিয়া তানজিলা তুর নূরকে, আলো নাফিসা নুশরাত জাহানকে, ঝর্ণা ওয়াদিফা আহমেদকে, ইভানা মুরযুকা মুকাররামাকে ও তনিমা সীমা খাতুনকে পরাজিত করেন।

আগামীকাল শনিবার বিকেল ৩টা থেকে একই স্থানে তৃতীয় রাউন্ডের খেলা শুরু হবে।

এবারের এই প্রতিযোগিতায় ঢাকা শহর ও বিভিন্ন জেলা হতে ৫৭ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।

এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা, রেডিও পার্টনার রেডিও টুডে আর অনলাইন পার্টনার রাইজিংবিডি.কম। থাইল্যান্ড/আমিনুল