খেলাধুলা

জয়ে শুরু বাংলাদেশের

সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ দল। আজ শনিবার ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দল।

কাঠমুন্ডুর এপিএফ স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম মিনিটেই গোলের দেখা পায় বাংলাদেশ। এ সময় তানবির হোসেন গোল করে এগিয়ে নেন বাংলাদেশকে। প্রথমার্ধে এই একটি গোলই হয়।

বিরতির পর শ্রীলঙ্কার রক্ষণদূর্গ ভাঙে বাংলাদেশের যুবারা। আরো দুইবার লঙ্কানদের জালে বল জড়ায়। ম্যাচের ৭৬ মিনিটে ফাহিম মোর্শেদ গোল করে ব্যবধান করেন ২-০। আর ৮৬ মিনিটে ফয়সাল আহমেদ গোল করলে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়।

এবারের সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত ও শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সোমবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা। ‘এ’ গ্রুপে রয়েছে নেপাল, ভুটান ও মালদ্বীপ।

দুই গ্রুপের শীর্ষ চারটি দল সেমিফাইনালে উঠবে। ২৭ সেপ্টেম্বর দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। আর ২৯ সেপ্টেম্বর হবে ফাইনাল ও স্থান নির্ধারণী ম্যাচ।

 

থাইল্যান্ড/আমিনুল