খেলাধুলা

কেমন হবে ফাইনালের একাদশ?

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালের জন্য ১৫ জনের স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি বিসিবি।  তবে একাদশে পরিবর্তন আনতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট।

চট্টগ্রামে দুই ম্যাচে ব্যর্থ হওয়া নাজমুল হোসেন শান্তকে আজ ফাইনালে দেখা যাবে না। ফাইনালের মঞ্চে আন্তর্জাতিক অভিষেক হবে মোহাম্মদ নাঈম শেখের। টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা অনুযায়ী আজ নাঈম ওপেনিংয়ে নামবেন লিটন কুমার দাসকে নিয়ে।

এছাড়া শেষ ম্যাচের একাদশ থেকে আরেকটি পরিবর্তন আসলেও আসতে পারে। যদি বাংলাদেশ চার পেসার নিয়ে খেলার চিন্তা করে, তাহলে সাব্বির রহমানের জায়গায় রুবেল হোসেন দলে ঢুকতে পারেন। যদি তিন পেসার নিয়ে খেলে, তাহলে সাব্বির দলে টিকে যাবেন।

স্পিনারদের বিপক্ষে আফগানিস্তানের ব্যাটসম্যানরা যতটা সাবলীল, পেসারদের বিপক্ষে তার উল্টো। সেজন্য উইকেট দেখে বাড়তি পেসার দলে নিতেও পারে বাংলাদেশ। তবে স্পিনার নেওয়ার সম্ভাবনা নেই বললেও চলে। তাইজুল ইসলাম দলের বাইরে থাকবেন, তা মোটামুটি নিশ্চিত।

সাব্বিরের পাফরম্যান্স ভালো নয়, বাড়তি পেসার না খেলালে তবুও টিকে যাবেন ডানহাতি ব্যাটসম্যান। চার পেসার নিয়ে খেললে চলতি সিরিজে প্রথমবারের মতো সুযোগ মিলবে রুবেলের।

সম্ভাব্য একাদশ: লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান/রুবেল হোসেন। ঢাকা/ইয়াসিন/পরাগ