খেলাধুলা

জোড়া সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন রোহিত

ইতিহাস গড়লেন রোহিত শর্মা। টেস্ট ক্রিকেটের ১৪২ বছরের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে প্রথমবারের মতো ওপেনিংয়ে নেমে কোনো টেস্টে জোড়া সেঞ্চুরির কীর্তি গড়েছেন ভারত ওপেনার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাখাপত্তনম টেস্টে প্রথম ইনিংসে ১৭৬ রানে আউট হয়েছিলেন রোহিত। শনিবার চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ১২৭ রান করেছেন ডানহাতি ব্যাটসম্যান।

ষষ্ঠ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে কোনো টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করলেন রোহিত।  এর মধ্যে এই কীর্তি তিনবার আছে সুনীল গাভাস্কারের। দুবার রাহুল দ্রাবিড়ের। ভারতের হয়ে প্রথম যিনি এই কীর্তি গড়েছিলেন সেই বিজয় হাজারে, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে ও রোহিত একবার করে।  

ওপেনিংয়ের অভিষেকে সবচেয়ে বেশি রানের রেকর্ডও এখন রোহিতের। দুই ইনিংস মিলিয়ে রোহিতের রান ৩০৩। ২০০৯ সালে গল টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশানের ২১৫ রান ছিল আগের রেকর্ড।

ঢাকা/পরাগ