খেলাধুলা

চোটের কারণে ইউরো বাছাইয়ে নেই এমবাপে

চোট কাটিয়ে কিছুদিন আগে প্যারিস সেইন্ট জার্মেই শিবিরে ফিরেছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু উরুতে পাওয়া চোট ফের মাঠের বাইরে ছিটকে দিয়েছে তরুণ এ স্ট্রাইকারকে। সদ্য পাওয়া এমন চোটে ফ্রান্সের ইউরো বাছাইয়ের ম্যাচে নেই বিশ্বকাপ জয়ী এ তারকা।

ইউরো বাছাইপর্বে আইসল্যান্ড ও তুরস্কের বিপক্ষে দুটি ম্যাচ খেলার কথা রয়েছে ফ্রান্সের। তবে চোটের অবস্থা যাচাই বাছাইয়ের পর ওই ম্যাচগুলোতে এমবাপের না খেলার কথা গতকাল জানিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন।

আসন্ন দুটি ইউরো বাছাই ম্যাচের জন্য ফ্রান্স দলে ছিলেন এমবাপে। চোটের কারণে এবার তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তার পরিবর্তে ফরাসি শিবিরে ডাকা হয়েছে বরুশিয়া মনশ্নেগ্লাডবাখের ফরোয়ার্ড অ্যালাসানে প্লিহাকে।

ইউরো বাছাইয়ের ‘এইচ’ গ্রুপে আগামী শুক্রবার আইসল্যান্ডের মুখোমুখি হবে ফ্রান্স। সোমবার স্তাদে ডি ফ্রান্সে সোমবার তুরস্কের বিপক্ষে খেলবে দিদিয়ের দেশমের দল। গ্রুপ ‘এইচ’ এর পয়েন্ট টেবিলে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। প্রথম স্থানটি দখলে রেখেছে তুরস্ক। আর ছয় ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আইসল্যান্ড। ঢাকা/শামীম