খেলাধুলা

বাংলাদেশের সঙ্গে আত্মার সম্পর্ক রয়েছে গাঙ্গুলীর

বড় পরিবর্তন আসতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডে (বিসিসিআই)। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট বোর্ডে সভাপতি হওয়ার দৌড়ে এককভাবে এগিয়ে সৌরভ গাঙ্গুলী। তার সভাপতি হওয়া এখন নাকি সময়ের ব্যপার মাত্র। আর গাঙ্গুলি বিসিসিআই এর সভাপতি হলে বাংলাদেশ সুবিধা পাবে বলে মনে করেন বিসিবি’র পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস।

ভারতীয় প্রাক্তন অধিনায়কের বিসিসিআই সভাপতি হওয়ার খবরে খুশির আবহ বিরাজ করছে বাংলাদেশেও। বাঙ্গালী হওয়ায় বিসিবির প্রতি প্রিন্স অব কলকাতা খ্যাত গাঙ্গুলীর বিশেষ নজর থাকবে বলে মনে করছেন অনেকে। বিসিবির জালাল ইউনুসও তেমনটাই ভাবছেন।

‘বিসিসিআইয়ের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পর্ক ভালো। যারা এখন বর্তমানে আছেন তাদের সঙ্গেও ভাল সম্পর্ক রয়েছে। আগে যারা ছিলেন তাদের সঙ্গেও ছিল। সৌরভ গাঙুলি একজন বাঙালি, একজন সাবেক ক্রিকেটার। সেজন্য নিঃসন্দেহে বাড়তি একটা সুবিধা আমরা পাব। তার সঙ্গে কোনো একটা ইস্যু নিয়ে আলাপ আলোচনা করতে আমরা হয়তো আরেকটু স্বাচ্ছন্দ্যবোধ করব।’

ভারতের প্রাক্তন অধিনায়ক গাঙ্গুলীর সঙ্গে বাংলাদেশের অনেকেরেই ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক রয়েছে। গাঙ্গুলী

বিসিসিআই এর সভাপতি হলে সেই সম্পর্ক কাজে লাগিয়ে ভালো কিছু করা সম্ভব বলে মনে করেন জালাল ইউনুস।

‘এখানে আমাদের অনেকের তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আছে। বাংলাদেশে অনেকবার খেলে গিয়েছেন তিনি। তিনি বেশ তরুন। আমাদের এখানে তার একটা আত্মার সম্পর্ক আছে, অনেকের সঙ্গে ব্যক্তিগতভাবেও। এগুলো নিঃসন্দেহে কাজে লাগবে। আগে আমরা যে খেলাগুলো পাইনি, হয়ত দ্বিপাক্ষিক সিরিজ, জুনিয়র লেভেলেও যদি একচেঞ্জ প্রোগ্রাম থাকে সেগুলো নিয়ে আমরা মুক্তভাবে আলোচনা করতে পারব, এই সুবিধাটা আছে।’ ঢাকা/শামীম