খেলাধুলা

এক মাসের জন্য মাঠের বাইরে নেইমার

লম্বা সময়ের জন্য ফের মাঠের বাইরে ছিটকে গেলেন নেইমার। ঊরুর চোটে কমপক্ষে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে পিএসজির ব্রাজিলিয়ান তারকাকে।

গত রোববার সিঙ্গাপুরে নাইজেরিয়ার সঙ্গে ব্রাজিলের ১-১ গোলে ড্র করা প্রীতি ম্যাচের দ্বাদশ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন নেইমার। স্ক্যানের পর পিএসজি নেইমারের ঊরুর চোটের কথা নিশ্চিত করেছে।

নতুন এই চোটের কারণে আগামী ২২ অক্টোবর ও ৬ নভেম্বর চ্যাম্পিয়ন লিগে ক্লাব ব্রুজের বিপক্ষে পিএসজির হয়ে খেলতে পারবেন না নেইমার। ২৭ বছর বয়সি ফরোয়ার্ড নিষেধাজ্ঞার কারণে এরই মধ্যে চ্যাম্পিয়নস লিগে পিএসজির প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি।

আগামী ১১ নভেম্বর পর্যন্ত মাঠের বাইরে থাকলে পিএসজির লিগ ওয়ানের চারটি ম্যাচও মিস করবেন নেইমার।

চলতি বছর এ নিয়ে তৃতীয় বারের মতো তিনি চোটে পড়লেন। ঢাকা/পরাগ