খেলাধুলা

টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক অখ্যাত বোলারের

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে লম্বা হচ্ছে হ্যাটট্রিকের তালিকা। আজ এ তালিকায় নাম লিখিয়েছেন পাপুয়া নিউ গিনির নরম্যান ভানুমা।

সংযুক্ত আরব আমিরাতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে আজ বারমুডার বিপক্ষে পরপর তিন বলে তিন উইকেট নেন ভানুমা।

দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে টস হেরে ব্যাট করতে নেমেছিল বারমুডা। ইনিংসের তৃতীয় আর নিজের প্রথম ওভারেই হ্যাটট্রিক করেন ভানুমা। ডানহাতি পেসার ওভারের শেষ তিন বলে ফেরান তিন ব্যাটসম্যানকে।

ওই ওভারে কোনো রান না দিয়েই তিনি নেন ৩ উইকেট। শেষ পর্যন্ত বারমুডা গুটিয়ে যায় ৮৯ রানে। পাপুয়া নিউ গিনি সেটি পেরিয়ে গেছে কোনো উইকেট না হারিয়েই।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাটট্রিকের ১১তম ঘটনা এটি। একমাত্র বোলার হিসেবে দুটি হ্যাটট্রিক আছে শ্রীলঙ্কান গ্রেট লাসিথ মালিঙ্গার।

শুধু এ মাসেই তিনটি হ্যাটট্রিক দেখল ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ। এ বছর হিসাব করলে সংখ্যাটা হবে পাঁচ। অথচ ২০০৫ সালে টি-টোয়েন্টি ক্রিকেটের যাত্রা শুরুর পর প্রথম ১২ বছরে হ্যাটট্রিক ছিল মাত্র ছয়টি।

অবশ্য এখন হ্যাটট্রিকের সংখ্যা বাড়ার কারণও আছে। আগের চেয়ে এখন ম্যাচ বেড়েছে। গত বছর আবার ১০৪ সদস্য দেশের সবগুলোকে টি-টোয়েন্টির মর্যাদা দিয়েছে আইসিসি। যেকোনো দুটি দেশের মধ্যে টি-টোয়েন্টি মানেই এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টি। যেটি কার্যকর হয়েছে এ বছরের প্রথম দিন থেকে।

হ্যাটট্রিকের সংখ্যাও তাই বাড়ছে। এ মাসের শুরুতে যেমন নেদারল্যান্ডসের বিপক্ষে হ্যাটট্রিক করেন ওমানের খয়ের আলী। টি-টোয়েন্টির প্রথম হ্যাটট্রিককারী ব্রেট লি, জ্যাকব ওরাম, মালিঙ্গার মতো গ্রেটদের পাশে থাকবে তাই খয়ের, ভানুমার মতো অখ্যাত বোলারের নামও।

 

ঢাকা/পরাগ