খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলবেন না কোহলি

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না বিরাট কোহলি। গত মার্চ থেকে টানা খেলে আসা কোহলিকে বিশ্রাম দিতেই মূলত বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারে তাকে বিশ্রাম দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টি-টোয়েন্টিতে কোহলিকে বিশ্রাম দেওয়ার খবরটি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম।

ভারতীয় টিম ম্যানেজমেন্ট বেশ কিছু দিন ধরেই কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলের খেলোয়াড়দের কাজের চাপ কমানোর বিষয়টিতে প্রাধান্য দিয়ে আসছে। আগামী ২৪ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করার কথা রয়েছে। টি-টোয়েন্টিতে না খেললেও টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপার জন্য বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে খেলার কথা রয়েছে কোহলির।

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে কোহলিকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত ইতোমধ্যেই নেয়া হয়েছে বলে বিসিসিআইয়ের একটি সূত্র নিশ্চিত করেছে। গত জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে শেষ দুই ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে সর্বশেষ বিশ্রাম নিয়েছেন কোহলি।

বিসিসিআইয়ের ওই সূত্র জানায়, 'হ্যাঁ, বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ তিনি খেলবেন না। কেননা তিনি বিরতিহীনভাবে খেলার মধ্যে আছেন এবং তার একটা বিশ্রাম দরকার। তিনি এক নাগারে অস্ট্রেলিয়া সিরিজ, আইপিএল, বিশ্বকাপ, ওয়েস্ট ইন্ডিজ সফর এবং এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলছেন। খেলোয়াড়দের সতেজ রাখা এবং সব সময় তাদের কাছ থেকে সেরাটা পাওয়া নিশ্চিত করার লক্ষ্যেই এটা করা হয়ে থাকে।'

কোহলির জায়গায় টি-টোয়েন্টিতে ভারতকে কে নেতৃত্ব দেবেন সেটি জানা যাবে ২৪ অক্টোবর। ওই দিনই ভারতীয় দল ঘোষণা হবে। ২ টেস্ট ও ৩ টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ ভারতে যাবে ৩০ অক্টোবর। ঢাকা/শামীম