খেলাধুলা

কাঁদলেন মারে

ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে। ক্যারিয়ারের অনেক চড়াই-উতরাই দেখে ফেলেছেন গেল দুই বছরে। ইনজুরি ও সার্জারি তাকে দূরে রেখেছিল কোর্ট থেকে। ইনজুরি কাটিয়ে কোর্টে ফিরেছেন। নিজেকে ফিরে পেতে লড়াই করেছেন। অবশেষে দুই বছরের মাথায় জিতলেন মেজর কোনো শিরোপা। আজ রোববার ইউরোপিয়ান ওপেনের ফাইনালে স্টান ভাবরিঙ্কাকে হারিয়ে শিরোপা জিতেছেন তিনি।

শিরোপা জয় নিশ্চিত হওয়ার পর কেঁদে ফেলেন তিনি। কাঁদবেন না কেন? ফাইনালে প্রথম সেটেই পিছিয়ে পড়েন তিনি। হেরে যান ৩-৬ ব্যবধানে। পরের সেটে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষ পর্যন্ত মারে জিতেন ৬-৪ ব্যবধানে। শেষ সেটেও চলে হাড্ডাহাড্ডি লড়াই। আবারও মারে জিতেন ৬-৪ ব্যবধানে। তাতে নিশ্চিত হয় দুই বছর পর এককের শিরোপা জয়। ২০১৭ সালের পর এটা তার প্রথম শিরোপা। আর ক্যারিয়ারের ৪৬তম।

অ্যান্ডি মারে গেল জানুয়ারিতে অস্ত্রোপচার করান। ঢাকা/আমিনুল