খেলাধুলা

দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করে ভারতের ইতিহাস

অপেক্ষা ছিল ২ উইকেটের। চতুর্থ দিন দক্ষিণ আফ্রিকার শেষ ২ উইকেট নিতে ভারতের লাগল মাত্র দুই ওভার। শেষ টেস্টে বিরাট কোহলির দল জিতেছে ইনিংস ও ২০২ রানে।

টানা দুই টেস্টে ইনিংস ব্যবধানে হারা দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের সিরিজে হলো হোয়াইটওয়াশ। দেশের মাটিতে ভারত জিতল রেকর্ড টানা ১১টি টেস্ট সিরিজ। সেই সঙ্গে এই প্রথম তারা টেস্টে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করল।

রাঁচিতে ৮ উইকেটে ১৩২ রান নিয়ে মঙ্গলবার চতুর্থ দিন শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। আগের দিন কনকাশন বদলি হিসেবে নামা থিউনিস ডি ব্রুইন ও আনরিখ নর্জে মোহাম্মদ শামির প্রথম ওভার কাটিয়ে দিয়েছিলেন ভালোভাবেই।

দ্বিতীয় ওভারে শেষ দুই বলে ডি ব্রুইন ও লুঙ্গি এনগিডিকে ফিরিয়ে প্রোটিয়াদের ইনিংস গুটিয়ে দেন শাহবাজ নাদিম। অভিষেক টেস্টে ৪ উইকেট নিয়ে পেলেন বাঁহাতি এই স্পিনার।

ভারতের একমাত্র ইনিংসে ডাবল সেঞ্চুরির জন্য ম্যাচ সেরা হয়েছেন রোহিত শর্মা। সিরিজ সেরার পুরস্কারও জিতেছেন তিনিই।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ৪৯৭/৯ ডিক্লে.

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১৬২ ও ২য় ইনিংস: ১৩৩

ফল: ভারত ইনিংস ও ২০২ রানে জয়ী

সিরিজ: তিন ম্যাচের সিরিজ ৩-০ তে জয়ী ভারত। ঢাকা/পরাগ