খেলাধুলা

বিসিবি এবং ক্রিকেটাররা আলাদা কেউ নয়: সাকিব

সোমবারের পর আজ বুধবার আবার সাংবাদিক সম্মেলন করেছে ধর্মঘটে থাকা ক্রিকেটাররা। সেখানে প্রথমে তাদের মুখপাত্র ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান দাবিগুলো পুনরায় তুলে ধরেন। আগের ১১ দফার সঙ্গে আরো দুই দফা যোগ করা হয়। তারপর সাকিব আল হাসানও কথা বলেন। তিনি দ্রুত এই সমস্যার সমাধান করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তিনি এও জানিয়েছেন বিসিবি ও ক্রিকেটাররা আলাদা কেউ নয়।

সাকিব বলেন, ‘সেদিন আমরা একসাথে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ আবার বসেছি। কিন্তু এখনো সিদ্ধান্ত নিইনি যে আমরা কী করব। আমাদের কথাগুলো বুঝিয়ে, সুন্দর ও পরিপাটি করে বলার জন্য আমরা একজন মুখপাত্র নিয়েছি। বিসিবি আমাদেরকে ডেকেছে। আমরা অবশ্যই যাব এবং দ্রুত সময়ে আশা করছি সমস্যার সমাধান করে ফেলব। আমরা এবং বিসিবি আলাদা কেউ নই। ওনারাও কেউ আলাদা নয়। দুইটা পার্ট নিয়েই বিসিবি।’

ঢাকা/আমিনুল