খেলাধুলা

ক্রীড়াঙ্গনে নেই নির্বাচনী আমেজ

স্পোর্টস রিপোর্টারঢাকা, ৫ জানুয়ারি : দশম জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী না থাকায় আগেই নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ও সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী।

ক্রীড়াঙ্গনে অন্যান্য যারা নির্বাচন করছেন তাদের মধ্যে আলোচনায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার আরিফ খান জয়।

মানিকগঞ্জ-১ আসন থেকে দুর্জয় ও নেত্রোকোনা-২ আসন থেকে নির্বাচন করছেন জয়। এই দুই ক্রীড়া ব্যক্তিত্ব বাদে ক্রীড়াঙ্গনের অন্যদের মধ্যে নেই নির্বাচনের কোনো আমেজ।

নির্বাচন নিয়ে কী ভাবছেন দেশের ক্রীড়া ব্যক্তিত্বরা। উত্তর খুঁজেছে রাইজিংবিডির স্পোর্টস রিপোর্টার ইয়াসিন হাসান। তারই কিছু অংশ পাঠকদের জন্যে তুলে ধরা হলো:রকিবুল হাসান:ব্যক্তিগত ভাবে আমি চাই নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে হোক। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে এমনটাই আশা করছি। আমি ঢাকার ভোটার কিন্তু আমার এলাকায় নির্বাচন হবে না।খালেদ মাসুদ পাইলট :নির্বাচন নিয়ে আমি ভাবছি না। এটা রাজনীতিবিদদের কাজ। আমি ক্রিকেটের লোক। ক্রিকেট নিয়েই কাজ করতেই চাই। যার যার জায়গায় থেকে তার কাজ করাই ভালো।  মোহাম্মদ আশরাফুল :নির্বাচন নিয়ে তো ভাবছিলাম না। ভাবছিলাম এশিয়া কাপের আয়োজন নিয়ে। আজ আবারো শুনলাম এশিয়া কাপ বাংলাদেশে হবে তখনই মনটা ভালো হয়ে গেল। মাঠে যাবার কোন সুযোগ নেই। তবে বাংলাদেশ ভালো পারফর্মমেন্স করুক সেটাই প্রত্যাশা।ইমরুল কায়েস (ক্রিকেটার) :নির্বাচনের আগের সেই আমেজটা আর নেই। আমি মেহেরপুরের ভোটার। ভোট দিতে যাবো না। দেশের এ পরিস্থিতিতে ভোটকেন্দ্রে যাওয়টাও নিরাপদ নয়। ঢাকায় বসে থেকেই ভোটের দিনটি পার করবো।

এনামুল হক বিজয় (ক্রিকেটার) : নানা জটিলতার কারণে ভোটার তালিকায় নিজের নামই লিপিবদ্ধ করতে পারেনি। যদিও ভোটার হতাম তাহলে কুষ্টিয়ায় গিয়ে ভোট দেয়া লাগতো। আমি রাজনীতি পছন্দ করি না এসব বিষয়ে কথা বলবো না। নির্বাচন নিয়ে আমার মাথাব্যথা নেই। আমার কাজ ক্রিকেট খেলা। আমি সেটাই ঠিকঠাক মতো খেলতে চাই। জাহিদ হাসান এ্যামিলি (ফুটবলার) :প্রিমিয়ার লিগের খেলা নিয়ে ব্যস্ত। নির্বাচনের মতো একটি বিষয় নিয়ে ভাবনা চিন্তার সময় কই। দেশের যে অবস্থা তাতে করে চলাফেরা করাটাই বড় বিষয়। আমি পিরোজপুরের ভোটার। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো ভোট দিতে যেতাম।ওয়ালী ফয়সাল :সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক। এর মধ্যে নির্বাচন নিয়ে কে ভাববে। সবাই সবার পরিবার পরিজন নিয়ে চিন্তিত। রাজনীতি নিয়ে হয়তো কেউই এখন ভাবছে না।নির্বাচন নিয়ে ভাবছেন না ক্রীড়াঙ্গনের কেউই। সবাই চান সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ। সবার কণ্ঠে একই প্রত্যাশা। সবার চোখে একটাই স্বপ্ন। রাইজিংবিডি / ইএইচ/ সোহাগ