খেলাধুলা

ওয়ার্নারে পিষ্ট পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে ৭২ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া। পাকিস্তানের করা ২৪০ রানের জবাবে ১ উইকেট হারিয়ে ৩১২ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা।

বৃহস্পতিবার গ্যাবা টেস্টের প্রথম দিনে আনপ্রেডিক্টেবল পাকিস্তান ২৪০ রানে অলআউট হয়। পাকিস্তান ৮৬.২ ওভারে অলআউট হলেও অস্ট্রেলিয়া আর ব্যাট করতে নামেনি। আজ শুক্রবার অস্ট্রেলিয়ার স্থানীয় সময় সকালে অসিরা ব্যাট করতে নামে।

দুই উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও জো বার্নস মিলে ২২২ রান তোলেন। এ যাত্রায় ৬৯৬ দিন পর সেঞ্চুরির দেখা পান ডেভিড ওয়ার্নার। সেঞ্চুরির পথে ছিলেন বার্নসও। কিন্তু তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার থেকে মাত্র ৩ রান দূরে থাকতে ইয়াসির শাহ’র বলে বোল্ড হয়ে যান তিনি। ১৬৬ বল খেলে ১০ রানে ৯৭ রান করে যান তিনি।

এরপর মার্নাস ল্যাবুশানে ও ওয়ার্নার মিলে দিন শেষ করে আসেন। ল্যাবুশানে ৫৫ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে ২৬৫ বল খেলে ১০ চারে ১৫১ রানে অপরাজিত আছেন ওয়ার্নার। আগামীকাল তারা দুজন আবার ব্যাট করতে নামবেন। ঢাকা/আমিনুল