খেলাধুলা

সুপার লিগ শুরু মঙ্গলবার

ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় গত সোমবার থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন রেফ্রিজারেটর প্রথম বিভাগ কাবাডি লিগ-২০১৯’। ইতিমধ্যে লিগের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। দুই গ্রুপ থেকে চারটি দল সুপার লিগে উন্নীত হয়েছে। দল চারটি হল- জুরাইন জনতা ক্লাব, দিয়া স্পোর্টিং ক্লাব, আলী স্পোর্টিং ক্লাব ও আইডিয়াল ক্লাব।

সুপার লিগে চারটি দল একে অপরের সঙ্গে খেলবে এবং পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দলটি চ্যাম্পিয়ন হবে। ২৩, ২৪ ও ২৫ নভেম্বর হবে সুপার লিগের ম্যাচগুলো। প্রথম বিভাগ থেকে দুটি দল প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাবে।

এবারের এই প্রতিযোগিতায় ১০টি দল অংশ নিয়েছে। দলগুলোকে দুই গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলোর মধ্যে ‘ক’ গ্রুপে ছিল জুরাইন জনতা ক্লাব, মৌলভী সুরুজ্জামাল স্মৃতি সংসদ, শিশু কিশোর, অর্বাচীন ক্রীড়া চক্র ও দিয়া স্পোর্টিং ক্লাব। ‘খ’ গ্রুপে ছিল আইডিয়াল ক্লাব, আলী স্পোর্টিং ক্লাব, ফারুক স্মৃতি সংসদ, স্বর্ণালী সংসদ ও মেন্স সিটি ক্লাব। ঢাকা/আমিনুল