খেলাধুলা

রাজশাহীর সামনে ছোট টার্গেট

বঙ্গবন্ধু বিপিএলের তৃতীয় ম্যাচে বড় সংগ্রহ পায়নি ঢাকা প্লাটুন। দারুণ বোলিংয়ে লক্ষ্যটা নাগালে রেখেছেন রাজশাহী রয়্যালসের বোলাররা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৩৪ রান করেছে ঢাকা।

সর্বোচ্চ ৩৮ রান আসে ওপেনার এনামুল হক বিজয়ের ব্যাট থেকে। শেষ দিকে ১০ বলে দুই ছক্কায় অপরাজিত ১৮ রান করেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই তামিম ইকবালকে হারায় ঢাকা। আবু জায়েদ রাহীকে চার হাঁকানোর পরের বলেই সহজ ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি ব্যাটসম্যান (৫)।

তিনে নামা লরি ইভান্স তাইজুল ইসলামকে মেরেছিলেন টানা দুই চার। কিন্তু ইনিংস বড় করতে পারেননি। ১৩ রান করে ফরহাদ রেজার বলে সহজ ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে।

একপ্রান্ত আগলে রাখা বিজয় জাকের আলীকে সঙ্গী করে দলকে ৭৮ পর্যন্ত টেনে নেন। এরপর ছয় বলের ব্যবধানে ঢাকা হারায় ৩ উইকেট। জাকের (২১) রান আউটে ফিরলে ভাঙে ২৯ রানের জুটি। একই ওভারে ফেরেন থিসারা পেরেরা।

পরের ওভারে অলক কাপালিকে ছক্কায় উড়াতে গিয়ে ফেরেন বিজয়ও। ৩৩ বলে এক চার ও দুই ছক্কায় ৩৮ রানের ইনিংসটি সাজান তিনি।

শহীদ আফ্রিদি, আরিফুল হকরা প্রত্যাশা মেটাতে পারেননি। আফ্রিদি মারেন গোল্ডেন ডাক। আরিফুল করেন ৫। শেষ দিকে ওয়াহাব রিয়াজের ১২ বলে ১৯ ও মাশরাফির ১০ বলে অপরাজিত ১৮ রানের ক্যামিওতে লড়াই করার মতো পুঁজি পায় ঢাকা।

রাজশাহীর হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন রাহী। যদিও চার ওভারে তিনি খরচ করেন ৪৩ রান। একটি করে উইকেট পাওয়া তাইজুল, ফরহাদ, কাপালি, রবি বোপারা নিয়ন্ত্রিত বোলিং করেছেন। অধিনায়ক রাসেল উইকেট না পেলেও তিন ওভারে খরচ করেন মাত্র ৮ রান। লেগ স্পিনার মিনহাজুল আবেদীন আফ্রিদি এক ওভারে ১২ রানে উইকেটশূন্য ছিলেন।

এবারের বিপিএলে দুই দলের জন্যই এটি প্রথম ম্যাচ।

ঢাকা প্লাটুন একাদশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, জাকের আলী, হাসান মাহমুদ, লরি ইভান্স, শহীদ আফ্রিদি, আরিফুল হক, মেহেদী হাসান, থিসারা পেরেরা, ওয়াহাব রিয়াজ।

রাজশাহী রয়্যালস একাদশ: আন্দ্রে রাসেল (অধিনায়ক), লিটন দাস, হযরতউল্লাহ জাজাই, অলক কাপালি, ফরহাদ রেজা, আফিফ হোসেন, মিনহাজুল আবেদীন আফ্রিদি, শোয়েব মালিক, রবি বোপারা, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম।

 

ঢাকা/পরাগ