খেলাধুলা

দুই আর্জেন্টাইনে জয় পেল টটেনহ্যাম

দুই আর্জেন্টাইন স্ট্রাইকার জিওভানি লো সেলসো ও এরিক লামেলার গোলে ২-১ ব্যবধানের জয় পেলো টটেনহ্যাম হটস্পার। মিডলসবার্গের বিপক্ষে এ জয়ে এফ এ কাপের চতুর্থ রাউন্ডে উঠলো কোচ হোসে মরিনহোর শিষ্যরা।

২০১৭ সালের পর দুই আর্জেন্টাইন একই দলের হয়ে গোল করলো। এর আগে ২০১৭ সালে ম্যানচেস্টার সিটির হয়ে পাবলো জাবালেতা ও সার্জিও অ্যাগুয়েরো গোল করেন। মিডলসবার্গের মাঠে হ্যারি কেনের ইনজুরিতে সুযোগ পায় জিওভানি লো সেলসো। নেমেই দ্বিতীয় মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে গোল করেন লো সেলসো। আগস্টে রিয়াল বেটিস থেকে ধারে খেলতে আসার পর এটি এই আর্জেন্টাইনের দ্বিতীয় গোল।

ম্যাচের ১৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আরেক আর্জেন্টাইন এরিক লামেলা। মিডলসবার্গ ম্যাচ শেষ হওয়ার সাত মিনিট আগে এক গোল পরিশোধ করে। স্বাগতিকদের হয়ে গোল করেন নর্দার্ন আয়ারল্যান্ডের জর্জ সাভিয়া।

এ নিয়ে টানা নয় ম্যাচে গোল হজম করলো মরিনহোর টটেনহ্যাম। মরিনহোর ৯২৩ ম্যাচের ম্যানেজেরিয়াল ক্যারিয়ারে এটি দ্বিতীয়বার। এর আগে চেলসির হয়ে এমন বিব্রতকর কীর্তি গড়েন মরিনহো।

ম্যাচ শেষে মরিনহো বলেন, ‘আমরা ৩-০ গোলে জেতা উচিত ছিল। সেখানে আমরা শেষ মুহূর্তে গোল হজম করে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়তে হলো।’ এ মৌসুমে মরিনহোর কেবল এফএ কাপ জেতার সম্ভাবনা আছে। তাই সব নজর কি এফএ কাপে থাকবে কিনা? জানতে চাইলে মরিনহো বলেন, ‘আমরা সব ম্যাচের দিকে নজর রাখছি। আমরা প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডের ম্যাচ নিয়ে ভাবছি।’ ঢাকা/কামরুল