খেলাধুলা

নিরাপত্তা নয়, শান্তর ভাবনায় শুধুই ক্রিকেট

পাকিস্তান সফরে নিরাপত্তা নিয়ে একটুও ভাবছেন না নাজমুল হোসেন শান্ত। খেলার দিকেই পূর্ণ মনোযোগ রাখছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

নিরাপত্তা শঙ্কায় অনেকটা সময় ঝুলে থাকার পর চূড়ান্ত হয় বাংলাদেশ দলের পাকিস্তান সফর। তিন দফায় তিন মাসে তিনবার পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। তবে একবারও যাবেন না নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

এই সফরে মাঠের ক্রিকেটের পাশাপাশি নিরাপত্তা নিয়েও আলোচনা হচ্ছে অনেক। টি-টোয়েন্টি দলে ফেরা শান্ত অবশ্য একবারও নিরাপত্তা নিয়ে ভাবেননি।

এর আগেও পাকিস্তানে গিয়েছিলেন শান্ত। ২০১৮ সালের ডিসেম্বরে পাকিস্তানের করাচিতে ইমার্জিং টিমস এশিয়া কাপের তিনটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেই দলে শান্তর সঙ্গে ছিলেন এবারের টি-টোয়েন্টি দলে থাকা আফিফ হোসেনও।

এবার জাতীয় দলের হয়ে পাকিস্তান সফরের আগে শান্ত বলছেন, তিনি নিরাপত্তা নিয়ে চিন্তিত নন, ‘এগুলো (নিরাপত্তা) নিয়ে আসলে চিন্তা করছি না। পেশাদার ক্রিকেটার হিসেবে খেলাটাকেই ফোকাস করছি। যেহেতু এগুলো আমাদের হাতে নেই, এগুলো নিয়ে চিন্তা করছি না। একবারও ভাবিনি। যেহেতু গতবারও আমি গিয়েছি সেখানে। তাই এগুলো নিয়ে একদমই চিন্তা করছি না। ম্যাচে ফোকাস করছি।’

বাংলাদেশের লড়াইটা হবে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দলের বিপক্ষে। শান্ত তাই বেশ চ্যালেঞ্জ দেখছেন। তবে দল হিসেবে খেলতে পারলে ভালো কিছু করা সম্ভব বলেই তার বিশ্বাস, ‘অবশ্যই চ্যালেঞ্জিং। তবে আমরা যদি দল হিসেবে সেখানে খেলতে পারি, তাহলে ওখানেও ভালো ফলাফল করা সম্ভব। যদিও ওদের দল নিয়ে আমরা খুব একটা চিন্তা করছি না। আমাদের নিজেদের যে পরিকল্পনা বা শক্তির জায়গা আছে, সেটা যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে ওখানেও সফল হওয়া সম্ভব বলে মনে করি।’

পাকিস্তানে তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী বুধবার রাতে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। সব ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ঢাকা/পরাগ