খেলাধুলা

এশিয়া-বিশ্ব একাদশের ম্যাচে খেলবেন কারা?

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী মার্চে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করবে বিসিবি। ম্যাচ দুটির জন্য খেলোয়াড় চেয়ে সংক্ষিপ্ত তালিকা স্বস্ব বোর্ডকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে সে তালিকায় কারা আছেন, সেটা এখনই বলতে চাইছে না বিসিবি।

ম্যাচ দুটি নিয়ে আলোচনার জন্য বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির সঙ্গে দেখা করতে ভারতে গিয়েছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। সেখান থেকে দেশে ফিরে বুধবার বিসিবিতে তিনি সংবাদমাধ্যমকে জানালেন, সৌরভের সঙ্গে বৈঠকের কারণ।

‘ব্রডকাস্টার, ইভেন্ট ম্যানেজমেন্ট; এগুলো সবকিছুই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এমন একটি আয়োজনে খেলোয়াড় প্রাপ্যতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো উনার সঙ্গে শেয়ার করা, বিসিসিআইয়ের সভাপতি হিসেবে আমাদের জন্য উনার মতামতটা অনেক গুরুত্বপূর্ণ’- বলেছেন বিসিবির প্রধান নির্বাহী।

ম্যাচ দুটির জন্য ভারতের নির্দিষ্ট কোন কোন খেলোয়াড়কে চাওয়া হয়েছে? নিজামউদ্দিন বললেন, ‘ওইভাবে আলাদা করে কাউকে চাইনি। এশিয়া একাদশ এবং বিশ্ব একাদশের জন্য যে খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে, তাদের ব্যাপারে বোর্ডগুলোকে জানানো হয়েছে। কারা খেলবে, সেটা দেখতে হবে। যে কোনো খেলোয়াড়ের ব্যাপারে আগে থেকে বলা ঠিক হবে না, যতক্ষণ না ওই খেলোয়াড় এবং বোর্ড রাজি না হয়।’

এশিয়া ও বিশ্ব একাদশের জন্য সংক্ষিপ্ত তালিকায় রাখা সব খেলোয়াড়ের সঙ্গেই বিসিবি যোগাযোগ রাখছে। তাদের পাওয়ার ক্ষেত্রে কিছু জটিলতা আছে এবং সেগুলো নিয়ে কাজ করা হচ্ছে বলে জানালেন বিসিবির প্রধান নির্বাহী, ‘আমাদের তালিকায় যে সব দেশের খেলোয়াড়রা আছেন সবার সঙ্গেই যোগাযোগ হচ্ছে। কিছু কিছু জটিলতাও আছে, এগুলো নিয়েও কাজ করতে হবে আমাদের। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে সিরিজ শুরু হচ্ছে, বা এই ইভেন্টের পরপরই সিরিজ শুরু হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে অংশগ্রহণ কীভাবে করা যায়, সে বিষয়গুলো নিয়ে কাজ করা হচ্ছে।’

বাংলাদেশের কয়জন ক্রিকেটার থাকবেন, সেটাও খোলসা করেননি নিজামউদ্দিন, ‘বাংলাদেশের কয়জন থাকবে, দল হলেই জানতে পারবেন। আমাদের তো একটা অগ্রাধিকার থাকবেই। তবে আমি সংখ্যা বা নাম এই মুহূর্তে বলতে পারছি না। এটা বোর্ড থেকে আলোচনা করেই আমরা এই সিদ্ধান্ত নেব।’  

আয়োজনটা জাঁকজমক করতে আইসিসি ও বিভিন্ন বোর্ডের শীর্ষ কর্মকর্তা এবং অবসরে যাওয়া কিংবদন্তি ক্রিকেটারদেরও আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী।

টি-টোয়েন্টি ম্যাচ দুটি হবে ১৮ থেকে ২১ মার্চের মধ্যে। আইসিসি আগেই ম্যাচ দুটিকে আন্তর্জাতিক মর্যাদা দিয়েছে।

ঢাকা/পরাগ