খেলাধুলা

ডাবল সেঞ্চুরি হাঁকালেন ম্যাথুস

টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। আজ বুধবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম টেস্টের চতুর্থ দিনে ২০০ রান করে অপরাজিত থাকেন তিনি। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পূর্ণ করতে তিনি ১৬টি চার ও ৩টি ছক্কা হাঁকান। তার ২০০* রানের ইনিংসে ভর করে শ্রীলঙ্কা ৯ উইকেট হারিয়ে ৫১৫ রান তুলে ইনিংস ঘোষণা করে।

শ্রীলঙ্কা মঙ্গলবার ৪ উইকেট হারিয়ে ২৯৫ রান তুলে তৃতীয় দিন শেষ করে। ম্যাথুস ৯২ রান নিয়ে অপরাজিত ছিলেন। আজ বুধবার চতুর্থ দিন সকালেই তিনি পূর্ণ করেন টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি। ২৭২ বল খেলে ৭টি চার ও ২ ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেন তিনি। ৩৮১ বল খেলে ১১টি চার ও ২ ছক্কায় স্পর্শ করেন ১৫০ রান। তাকে আর আউট করতে পারেনি জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত ৬০০ মিনিট ক্রিজে থেকে ৪৬৮ বল খেলে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে মাঠ ছাড়েন মাথা উঁচু করে।

এর আগে তার ক্যারিয়ার সেরা ইনিংস ছিল ১৬০। সেটা তিনি করেছিলেন ২০১৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে।  ২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে করেছিলেন ১৫৭* রান। ঢাকা/আমিনুল