খেলাধুলা

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা

দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই সিরিজে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

প্রায় এক মাসের জন্য বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। ১৫ ফেব্রুয়ারি ঢাকায় পা রাখবে দলটি। এরপর ১৮ ফেব্রুয়ারি থেকে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে।

২২ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে মূল সিরিজ।

একমাত্র টেস্ট খেলে চট্টগ্রামে যাবে দুই দল। তিন ওয়ানডের সবগুলোই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ম্যাচ তিনটি হবে যথাক্রমে ১, ৩ ও ৬ মার্চ।

এরপর আবার ঢাকায় ফিরবে দুই দল। জিম্বাবুয়ের সফর শেষ হবে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। মিরপুরে দুটি টি-টোয়েন্টি হবে ৯ ও ১১ মার্চ। ১২ মার্চ ঢাকা ছাড়বে জিম্বাবুয়ে দল।

এফটিপি অনুযায়ী জিম্বাবুয়ের বাংলাদেশ সফরে আসার কথা ছিল অবশ্য মার্চে। কিন্তু পাকিস্তানে তিন দফা সফরসূচির জটিলতা থাকায় জিম্বাবুয়ে ‍সিরিজ এগিয়ে আনার কথা আগেই জানিয়েছিল বিসিবি।।

 

ঢাকা/কামরুল/পরাগ