খেলাধুলা

বিশ্বজয়ে টাইগাররা আলোড়ন তুললো বিশ্ব মিডিয়ায়

ভারতকে হারিয়ে পচেফস্ট্রুম রাঙিয়ে প্রথমবারের মতো বৈশ্বিক কোনো শিরোপা নিজেদের করে নিলো বাংলাদেশি যুবারা। পরতে পরতে রঙ বদলানো ম্যাচটিতে আকবর আলীর দল গল্পের শেষ নিজেদের মতো করে সাজিয়েছে। তাদের এমন উচ্ছ্বাসের দিনে সাবেক ভারতীয় ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট কিংবদন্তিরাও প্রশংসায় ভাসাচ্ছেন টাইগার যুবাদের।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে কিংবদন্তি ভিভ রিচার্ডস, জন্টি রোডস ছাড়াও আকবর আলীর দল নিয়ে কথা বলেন ভারতীয় পুরুষ ও পাকিস্তানি নারী ক্রিকেটারও।

ভারতকে ৩ উইকেটে হারানোর পর ক্যারিবীয় কিংবদন্তি রিচার্ডস লিখেন, ‘অভিনন্দন বাংলাদেশ। আশা করছি, গোটা দুনিয়ার জন্যই এই জয় হবে প্রেরণা। আমি মনে করি, অনেক বড় বড় সাফল্যের এটা কেবলই শুরু।’

ভারতীয় ক্রিকেট বিশ্লেষক হার্সা ভোগলে মাঠে উপস্থিত থেকে ম্যাচটি দেখতে পেরে আনন্দিত জানিয়ে বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য এ জয় অনেক কিছু। এ ম্যাচ মাঠে বসে দেখতে পারা আমার জন্য তৃপ্তিদায়ক ছিল।’

দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের হারিয়ে ফাইনালের পথে এগিয়ে যায় বাংলাদেশি যুবারা। তবে এতে মন খারাপ করে না থেকে বিশ্বের সেরা ফিল্ডার প্রোটিয়া রোডস অভিনন্দন জানিয়ে বলেন, ‘দুর্দান্ত জয় বাংলাদেশ। তোমাদের জন্য এই বিশ্বকাপ জয় যেমন দারুণ ব্যাপার, ক্রিকেটের জন্যও দারুণ কিছু।’

ফাইনাল ম্যাচে ধারাভাষ্য দিচ্ছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ইয়ান বিশপ। সাবেক এ ক্রিকেটার অভিনন্দন জানিয়েছেন দুই দলকেই। তবে তার মতে বাংলাদেশই এবারের শিরোপা দাবিদার, ‘দারুণ খেলা উপহার দেওয়ায় দুই দলকেই সাধুবাদ। কিছু বোলিং পারফরম্যান্স ছিল আজ ভীষণ ঝাঁজালো আর পরিণত। বাংলাদেশকে অভিনন্দন প্রথম বিশ্বকাপ জেতার জন্য। তারা এটা ডিজার্ভ করে।’

পাকিস্তানের নারী ক্রিকেটার সানা মির মনে করেন বাংলাদেশের এ বিশ্বজয় ক্রিকেট দেশ গুলোর জন্য শক্ত বার্তা, ‘বাংলাদেশ ক্রিকেট বিশ্বকে শক্ত এক বার্তা দিয়ে রাখলো। নতুন অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন, বাংলাদেশ।’

ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিংও অভিনন্দন মিছিলে যোগ দিয়ে লিখেন, ‘অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অসাধারণ এক ফাইনাল দেখা গেল। চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাংলাদেশকে অভিনন্দন।’ ঢাকা/কামরুল