খেলাধুলা

আরসিবির কাজে কোহলি-ভিলিয়ার্সের বিস্ময়

আন্তর্জাতিক ক্রিকেটে চোকার্স টিম হিসেবে আখ্যায়িত করা হয় দক্ষিণ আফ্রিকাকে। আর আইপিএলের চোকার্স দাবি করা হয় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরেকে (আরসিবি) । প্রতিযোগিতাটির সবচেয়ে সেরা দল নিয়ে মাঠে নামে দলটি। কিন্তু ফলাফল এখনো অশ্বডিম্ব। ২০০৮ সালের পর থেকে কখনোই শিরোপার স্বাদ পায়নি দলটি।

ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক বিরাট কোহলি নেতৃত্ব দিচ্ছেন আইপিএলের দলটিরও। তবে সম্প্রতি আরসিবি কর্তৃপক্ষের একটি কাজে হতাশা প্রকাশ করেন কোহলি। বিস্ময় প্রকাশ করেন দলটির খেলোয়াড় এবি ডি ভিলিয়ার্সও।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আরসিবির অফিসিয়াল অ্যাকাউন্ট আছে। তবে সে সব অ্যাকাউন্ট থেকে প্রোফাইল ও কাভার পিকচার সরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও নিজেদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে দেয়া পোস্টও সরিয়ে দিয়েছে তারা। এমনকি দলের নামও পরিবর্তন করেছে ফ্র্যাঞ্চাইজিটি। নাম থেকে ব্যাঙ্গালোরে শব্দটি ফেলে দেয় তারা। নতুন নাম ‘রয়েল চ্যালেঞ্জার্স’

এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছে কোহলি। নিজের টুইটার অ্যাকাউন্টে দলটির অধিনায়ক লিখেন, ‘অফিসিয়াল পেজ থেকে পোস্ট অদৃশ্য হয়ে যাচ্ছে। অথচ অধিনায়ককে জানানো হয়নি (বিস্ময় প্রকাশের ইমো) । যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তবে আমাকে জানাও।’

আর ডি ভিলিয়ার্স তার টুইটার অ্যাকাউন্টে লিখেন, ‘আরসিবির সামাজিক যোগাযোগ মাধ্যমে আরসিবির কি হয়েছে? আমি আশা করি এটা ফ্র্যাঞ্চাইজিটির কৌশলগত বিরতি।’ ঢাকা/কামরুল