খেলাধুলা

বিসিএল ফাইনাল পাঁচদিনের

চলছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ রাউন্ডের খেলা।

শেষ রাউন্ডের খেলার পর হবে বিসিএলের অষ্টম আসরের ফাইনাল। এবার ডাবল লিগ পদ্ধতিতে খেলা না হওয়ায় পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল ম্যাচ।

শুরুতে বলা হয়েছিল, বিসিএল ফাইনাল হবে দিবারাত্রির। গোলাপি বলে খেলোয়াড়দের অভ্যস্ত করতে এমন প্রস্তাব দেওয়া হয়েছিল। বিসিবিও সেই প্রস্তাবে ইতিবাচক মত দিয়েছিল। কিন্তু শেষমেশ কিছুই হচ্ছে না।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২২ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হবে বিসিএলের ফাইনাল। দিবারাত্রির ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এলেও ফাইনাল ম্যাচ চারদিনের পরিবর্তে অনুষ্ঠিত হবে পাঁচদিনে।

বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, ‘বিসিএলের ম্যাচ হবে পাঁচদিনের। তবে দিবারাত্রিতে নয়।  ডে গেম অনুষ্ঠিত হবে।’ ঢাকা/ইয়াসিন