খেলাধুলা

মাহমুদউল্লাহ রিয়াদের রিপ্লেসমেন্ট রাব্বী

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর দাবি, বিশ্রামে রাখা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে।

কিন্তু ভেতরের খবর ভিন্ন। কোচ রাসেল ডমিঙ্গো মাহমুদউল্লাহকে সরাসরি জানিয়েছেন, সাদা বলের ক্রিকেটে মনোযোগ বাড়াতে। লাল বলের ক্রিকেটে আপাতত তাকে পরিকল্পনা থেকে বাদ দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে নেওয়া হয়েছে মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বীকে। টেস্টে মাহমুদউল্লাহ যে পজিশনে ব্যাটিং করেন সেখানে তার ব্যাটিং করার সম্ভাবনা জোরাল। তবে দলে তাকে মাহমুদউল্লাহর রিপ্লেসমেন্ট হিসেবে-ই নেওয়া হয়েছে তা বলতে নারাজ মিনহাজুল আবেদীন।

‘এটা মাহমুদউল্লাহর রিপ্লেসমেন্ট আমরা বলতে পারব না।’

ইয়াসির আলী রাব্বী ২০১৮ বিপিএলের পর থেকেই জাতীয় দলে রাডারে ছিলেন। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সফরেও গিয়েছিলেন। কিন্তু তাকে বিবেচনা করা হয়নি দলে। এরপর ‘এ’ দল ও এইচপির হয়ে একাধিক সিরিজে থাকলেও রাব্বী নিজেকে মেলে ধরতে পারেননি।

শেষ বিপিএলও তার ভালো কাটেনি। তবে সবশেষ জাতীয় লিগ ও চলমান বিসিএল ভালো যাচ্ছে তার। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় রাব্বীকে দলে নেওয়া হয়েছে বলে জানালেন প্রধান নির্বাচক।

‘রাব্বী আমাদের এইচপির খেলোয়াড়। জাতীয় লিগে সে ভালো খেলেছে। শেষ ম্যাচে ভালো সেঞ্চুরি করেছে। একজন তরুণ খেলোয়াড়ের মধ্যে যা খুঁজি তা ওর মধ্যে আছে। এই টিম ম্যানেজমেন্টের অধীনে আরও উন্নতি করার সুযোগ দিবো।’

এদিকে রাব্বীর মতো টেস্ট স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার হাসান মাহমুদ। তার অন্তর্ভূক্তি নিয়ে মিনহাজুল আবেদীনের ব্যাখ্যা,

‘ওকে যখন আমরা একবছর আগে এইচপি স্কোয়াডে নিয়েছিলাম তখনই কিন্তু পরিকল্পনা ছিল, আমরা জোরে বল করতে পারে এমন কাউকে নিবো। আমাদের জোরে বল করা বোলারের অভাব ছিল যেটা ১৪০ এর কাছাকাছি ধারাবাহিক বল করতে পারে। সে হিসাবে ওর মধ্যে আমরা এই প্রতিভা দেখেছি।’

‘দূর্ভাগ্যবশত মাঝখানে সে কিছুটা লাইনচ্যুত ছিল। আবার কামব্যাক করেছে যার কারণে সিস্টেমের মধ্যে আমরা ওকে নিয়েছি।’ ঢাকা/ইয়াসিন