খেলাধুলা

সিলেট টেস্টের পুনরাবৃত্তি চায় জিম্বাবুয়ে

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সবশেষ টেস্ট সিরিজ ড্র হয়েছিল।

বাংলাদেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে ২০১৮ সালে যাত্রা শুরু হয়েছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। প্রকৃতির কোলে মাথা উচুঁ করে দাঁড়িয়ে থাকা স্টেডিয়ামের মুকুটে টেস্ট ক্রিকেটের অভিজাত পালক উঠলেও স্বাগতিক দলের শুরুটা হয়েছিল বাজে।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টেই বাজেভাবে হারে বাংলাদেশ। হতশ্রী পারফরম্যান্সে জিম্বাবুয়ের বিপক্ষে স্রেফ উড়ে যায় বাংলাদেশ। এরপর ঢাকায় প্রতিশোধ নেয় বাংলাদেশ। সিরিজ ১-১ এ ড্র হয়।

কদিন পরই আবার সাদা পোশাকে মাঠে নামবে দুই দল। ঢাকায় দুই দলের টেস্ট লড়াই শুরু ২২ ফেব্রুয়ারি। ঢাকায় সিলেট টেস্টের সাফল্যর পুনরাবৃত্তি চায় সফরকারীরা। সোমবার মিরপুরে অনুশীলন শেষে দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান রাগিস চাকাবা বলেছেন,‘আমরা আবারও বাংলাদেশকে হারাতে চাই। এজন্য আমরা সিলেট টেস্টের সাফল্যগুলোয় চোখ রেখেছি।  আমরা ওই টেস্টে যে কাজগুলো করেছিলাম সেগুলো পুনরায় ঢাকায় করতে চাই। ’

‘আশা করছি আমাদের সাফল্য আমাদেরকে আবারও জয় এনে দেবে।  আমাদের বিশ্বাস আমরা যদি ওই পারফরম্যান্স আবার করতে পারি আমরা বাংলাদেশকে হারাতে পারব।’ – যোগ করেন চাকাবা।

তবে কাজটা মোটেও সহজ হবে না তা জানিয়েছেন চাকাবা, ‘আমি নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশকে হারানো মোটেও সহজ হবে না। এখানে ক্রিকেট খেলা সব সময়ই কঠিন। আমাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে কাজটা আমরা করতে যাচ্ছি সেটা যেন শতভাগ দিয়ে করতে পারি। আশা করছি আমরা শক্ত প্রতিপক্ষ হয়েই তাদের সামনে দাঁড়াতে পারব।’

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ পারফরম্যান্স করেছে জিম্বাবুয়ে। একটি টেস্ট ড্র করেছিল, অপর টেস্ট হেরেছিল। দুই টেস্টই স্বাগতিকরা টেনেছে শেষ দিন পর্যন্ত। নিজেদের মাটিতে লঙ্কানদের বিপক্ষে এমন পারফরম্যান্সে বেশ আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে, ‘আমরা ঘরের মাঠে ভালো ক্রিকেট খেলেছি। অবশ্যই এটা আমাদেরকে অনুপ্রাণিত করছে। আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আমরা সামনে তাকিয়ে আছি। নিজেদের কাজ ঠিকঠাক করলে অবশ্যই ভালো ফল পাওয় সম্ভব।’ – বলেছেন চাকাবা।   ঢাকা/ইয়াসিন