খেলাধুলা

৩২ বছর পর চেলসির বিপক্ষে এমন কীর্তি গড়ল ম্যানইউ

ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার রাতে মুখোমুখি হয়েছিল চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। চেলসির ঘরের মাঠে তাদের ২-০ গোলে হারিয়েছে ম্যানইউ। এর আগে গেল বছরের ১১ আগস্ট ওল্ড ট্রাফোর্ডে প্রথম দেখায় ৪-০ গোলে ব্লুজদের উড়িয়ে দিয়েছিল রেড ডেভিলরা। এর মধ্য দিয়ে ৩২ বছর পর প্রিমিয়ার লিগে দুইবারের দেখায় দুইবারই চেলসিকে হারাল ম্যানইউ। সবশেষ ১৯৮৭-৮৮ মৌসুমে এমনটি করতে পেরেছিল তারা। এরপর গেল ৩১ বছরে ম্যানইউ কোনো মৌসুমে দুটিতেই হেরেছে কিংবা একটিতে জিতেছে। ৩২ বছর পর বিরল এক কৃতিত্ব গড়ল ওলে গুনার শুলসারের শিষ্যরা।

এই জয়ের ফলে ম্যানইউর উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনাও বেড়েছে। ২৬ ম্যাচ থেকে ৩৮ পয়েন্ট নিয়ে তারা রয়েছে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে। চতুর্থ স্থানে থাকা চেলসির চেয়ে তারা মাত্র ৩ পয়েন্টে পিছিয়ে। লিগে এখনো ম্যাচ বাকি ১২টি। শেষ পর্যন্ত কোনোভাবে পয়েন্ট টেবিলের সেরা চারে থাকতে পারলেই পরবর্তী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পাবে ম্যানচেস্টার দলটি।

 

 

সোমবার রাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ম্যানইউ তাদের সুযোগগুলো দারুণভাবে কাজে লাগিয়েছে। অন্যদিকে একাধিক সুযোগ হাতছাড়া করেছে চেলসি। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ম্যানইউকে এগিয়ে নেন অ্যান্থনি মার্শাল। এ সময় ডানদিক থেকে অ্যারন ওয়ান-বিসাকার ক্রসে ডি বক্সের মধ্যে মাথা লাগিয়ে জালে জড়ান মার্শাল।

৫৬ মিনিটে সমতা ফিরিয়েছিল চেলসি। কিন্তু ভিএআর এ সেটি বাতিল হয়। ৬৬ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা হ্যারি মাগুইরি হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। তাতে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে শুলসারের শিষ্যরা। ঢাকা/আমিনুল