খেলাধুলা

২৯ চার, ১৫ ছক্কায় সাজ্জাদের ২৬১* রানের ঝোড়ো ইনিংস

বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম জেলা পর্যায়ের খেলায় ২৬১ রানের হার না মানা এক ইনিংস খেলেছেন সানশানইন গ্রামার স্কুলের সাজ্জাদ হোসেন। চট্টগ্রাম কলিজিয়েট স্কুলের বিপক্ষে ১১৫ বলে ২৯ বাউন্ডারির পাশাপাশি ১৫ ছক্কায় এই রান করেন তিনি।

চট্টগ্রামের ওমেন্স ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ৪৮৯ রান তুলে তামিম ইকবালের সাবেক স্কুল সানশাইন গ্রামার। সাজ্জাদের ডাবল সেঞ্চুরির পাশাপাশি আব্দুল্লাহ আল শাফায়েত করেন ৮৫ বলে ১২২ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ৬৭ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম কলিজিয়েট হাই স্কুল। ওবায়দুর রহমান ও জায়েদ তামিম নেয় ২টি করে উইকেট।

এদিকে নড়াইল জেলা পর্যায়ের ম্যাচে ৭ উইকেট শিকার করেছেন হবখালি হাই স্কুলের বুলবুল। তার বোলিং নৈপুন্যে বিআরডি আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের বিপক্ষে ৪৯ রানে জিতেছে হবখালি হাই স্কুল।

টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৫৫ রানে গুটিয়ে যায় হবখালি হাই স্কুল। ইনিংস সেরা ৩৪ রান করে অধিনায়ক বুলবুল। জবাবে ব্যাটিংয়ে নেমে ১০৬ রানে গুটিয়ে যায় বিআরডি আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়। ৭.২ ওভারে ২৩ রান খরচায় ৭ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতে হবখালি হাই স্কুলের অধিনায়ক বুলবুল। ঢাকা/আমিনুল