খেলাধুলা

টাইগারদের বোলিংয়ের প্রশংসা জিম্বাবুয়ে অধিনায়কের কণ্ঠে

ঢাকার উইকেট দেখে রীতিমত বিস্মিত জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন।

ধারণা করেছিলেন উইকেট হবে স্পিন স্বর্গ। কিন্তু ২২ গজে ব্যাটিং উপভোগ করেছেন বাঁহাতি ব্যাটসম্যান। এরকম ব্যাটিং বান্ধব উইকেটে রানের ফুলঝুরি ছোটেনি। তবে সেঞ্চুরি পেয়েছেন আরভিন। ১০৭ রানে থেমেছে তার ইনিংস। হাফ সেঞ্চুরি পাওয়া ওপেনার মাসভাউরির ব্যাট থেকে এসেছে ৬৪ রান।

টস জিতে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ২২৮ রান তুলেছে তারা। স্কোরবোর্ডে যে রান উঠেছে তাতে সন্তুষ্ট নন জিম্বাবুয়ের অধিনায়ক।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আরভিন বলেছেন, ‘আমাদের আরও কিছু রান তোলার দরকার ছিল। যেহেতু আমরা ছয়টি উইকেট হারিয়েছি। আগামীকাল আমাদেরকে আবার সংঘবদ্ধ হয়ে আক্রমণ করতে হবে।’

নিজেদের ব্যাটিংয়ে সন্তুষ্ট না হলেও বাংলাদেশের বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন জিম্বাবুয়ের অধিনায়ক, ‘উইকেট দারুণ ছিল। বাংলাদেশ ভালো বোলিং করেছে। নিয়ন্ত্রিত লাইন ও লেন্থ মেনে বোলিং করেছে। ধৈর্য দেখিয়েছে। উইকেটে বাড়তি কিছু ছিল না। বোলাররা ভালো জায়গায় বল হিট করছিল। আমার কাজ ছিল নিজের সহজাত ক্রিকেট খেলে রান তোলা। বাংলাদেশ ভালো বোলিং করে দুই-তিনটি উইকেট বেশি নিতে পেরেছে। আমি বলবো আমরা অর্ধেকটা সময় ভালো কাটিয়েছি। কিন্তু বাংলাদেশই এগিয়ে আছে।’ ঢাকা/ইয়াসিন/কামরুল