খেলাধুলা

টেস্ট চুক্তিতে নেই মাহমুদউল্লাহ, তিন ফরম্যাটেই শান্ত-মিথুন

প্রথমবারের মতো বিসিবি লাল বল ও সাদা বলে প্রতিনিধিত্ব করা ক্রিকেটারদের জন্য আলাদা কেন্দ্রীয় চুক্তি করল।

চলতি বছরের কেন্দ্রীয় চুক্তির জন্য ১৬ জনকে মনোনীত করেছে বোর্ড।

তিন ফরম্যাটের জন্যই নির্বাচিত হয়েছেন সাত ক্রিকেটার। তারা হলেন- তামিম ইকবাল, লিটন কুমার দাশ, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

শুধুমাত্র লাল বল অর্থ্যাৎ টেস্ট ক্রিকেটের জন্য কেন্দ্রীয় চুক্তিতে ঢুকেছেন চার ক্রিকেটার। টেস্ট অধিনায়ক মুমিনুল হকসহ এ তালিকায় আছেন নাঈম হাসান, দুই পেসার আবু জায়েদ রাহী ও ইবাদত হোসেন চৌধুরী।

এছাড়া সীমিত পরিসরের জন্য কেন্দ্রীয় চুক্তিতে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, অফিফ হোসেন ধ্রুব ও নাঈম শেখ।  

নতুন করে কেন্দ্রীয় চুক্তিতে ঢুকেছেন ইবাদত হোসেন চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ ও মোহাম্মদ মিথুন। নাজমুল হোসেন শান্ত এক বছর পর ফিরেছেন কেন্দ্রীয় চুক্তিতে।

নিজ থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় এ চুক্তিতে নেই মাশরাফি বিন মুর্তজা। সাকিব আল হাসান রয়েছেন নিষেধাজ্ঞায়। এছাড়া গত বছরের তালিকা থেকে বাদ পড়েছেন ইমরুল কায়েস, আবু হায়দার রনি, সৈয়দ খালেদ হাসান, রুবেল হোসেন ও সাদমান ইসলাম।

 

ঢাকা/ইয়াসিন/আমিনুল