খেলাধুলা

এই লিটনকে দেখে অবাক হননি মাহমুদউল্লাহ

জিম্বাবুয়ের বিপক্ষে অবিস্মরনীয় সময় কাটালেন বাংলাদেশের ওপেনার লিটন দাস। ১৫ ইনিংস পর দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন সিরিজের প্রথম ম্যাচে। তৃতীয় ম্যাচে তো রেকর্ড ১৭৬ রান করলেন। টি-টোয়েন্টিতেও দমে যাননি। দুই ম্যাচেই হাফসেঞ্চুরি আসে তার ব্যাটে। দুই সিরিজেই হয়েছেন সেরা খেলোয়াড়। এই লিটনকে একটুও অস্বাভাবিক মনে হচ্ছে না অধিনায়ক মাহমুদউল্লাহর।

তিন ম্যাচের ওয়ানডেতে ৩১১ রান করে শীর্ষ ব্যাটসম্যান লিটন। টি-টোয়েন্টিতে তার ধারেকাছে কেউ নেই, ২ ম্যাচে ১১৯ রান। আগের ৩৩ ওয়ানডেতে যার কেবল একটিই সেঞ্চুরি, সেই তিনিই তিন ম্যাচে করলেন দুটি। তামিম ইকবালের (৩১০) চেয়ে এক রানে এগিয়ে থেকে সিরিজ শেষ করেছেন ডানহাতি ব্যাটসম্যান। দুই সিরিজেই এই লিটনের পারফরম্যান্সে মুগ্ধ হলেও অবাক হননি মাহমুদউল্লাহ, ‘লিটনকে যতদিন ধরে চিনি, আমার চোখে সে একজন বিশ্বমানের ব্যাটসম্যান। কেবল এই সিরিজে সে রান করেছে, তা না।’

দুই ম্যাচে ৫৯ ও ৬০ রান করা লিটনের ব্যাটিংয়ের প্রশংসা করে টি-টোয়েন্টি অধিনায়ক বলেছেন, ‘শুরু থেকেই ওর ব্যাটিংয়ে একটা স্বাচ্ছন্দ্য ভাব ছিল। ওর ব্যাটিং খুব সাবলীল। অনেক ব্যাটসম্যান কষ্ট করে রান করে। কিন্তু সে খুব সহজে রান পেয়ে যায়, সেটা টেস্টই হোক আর ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি। ভালো শটের চেষ্টা করেছে, খুব গোছানো ইনিংস ছিল।’ ঢাকা/ইয়াসিন/ফাহিম