খেলাধুলা

বইছে ঢাকা লিগের হাওয়া

মুশফিকুর রহিমের তাড়ণায় মুগ্ধ খালেদ মাহমুদ সুজন। বুধবার রাতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ খেলে মুশফিক আজ হাজির মিরপুরের একাডেমিতে। সাত সকালে তাকে দেখা গেল আবাহনীর জার্সিতে। পুরোদমে করলেন অনুশীলন।

আবাহনীর প্রধান কোচ তার ডেডিকেশন নিয়ে করলেন প্রশংসা, ‘কাল রাতে ম্যাচ খেলল। আজ সকালে অনুশীলনে আসা...এটা ওর তাড়ণা প্রমাণিত করে। তাতে অন্যরাও অনুপ্রাণিত হবে।’

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার আগেই মিরপুরে বইছিল ঢাকা লিগের হাওয়া। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দলগুলোর অনুশীলন। ১৫ মার্চ শুরু হবে ঘরোয়া ক্রিকেটের সবথেকে জমজমাট আসর। মিরপুর, ফতুল্লা ও বিকেএসপিতে হবে ঢাকা লিগের খেলা। তাইতো মিরপুর এখন উৎসবমুখর। একাডেমিতে সকালে অনুশীলন করেছে আবাহনী। বিকেলে প্রাইম ব্যাংক, ব্রাদার্স।

আবাহনীর জার্সিতে দেখা গেছে মোসাদ্দেক হোসেন সৈকতকে। দীর্ঘদিন পর অনুশীলনে ফিরেছেন মোসাদ্দেক। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে রান নিতে গিয়ে উল্টে পড়ে ঘাড়ে ব্যথা পান মোসাদ্দেক। প্রায় আড়াই মাস পর আজ ব্যাট হাতে নেন মোসাদ্দেক।

অধিনায়ক হিসেবে মোসাদ্দেক খেলবেন ঢাকা লিগে। তাকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত খালেদ মাহমুদ, ‘ঢাকা লিগে তিন চার বছর ধরে সে নিজেকে প্রমাণ করে যাচ্ছে। ওর বোলিংটাও আমাদের জন্য জরুরি। মোসাদ্দেক ফিনিশার হিসেবে খেলবে দলে।’

প্রাইম ব্যাংকের দায়িত্ব পালন করছেন সারোয়ার ইমরান। তামিম, রুবেল, আল-আমিনদের নিয়ে শক্তিশালী দল গঠন করেছে প্রাইম ব্যাংক। নিজের দল সন্তুষ্ট ইমরান। দলের ভেতরে এখন টিম স্পিরিট তৈরি করা একমাত্র লক্ষ্য তার, ‘আমরা যতোটা সম্ভব ভালো দল গড়ার চেষ্টা করেছি। এখন মাঠে খেলার পর বোঝা যাবে কেমন করি। আমাদের মূল কাজ টিম স্পিরিট তৈরি করা। একজন খেলোয়াড়ের সঙ্গে আরেকজন খেলোয়াড়ের বন্ডিংটা যেন ভালো হয়। কোচিং স্টাফদের সঙ্গে খেলোয়াড়দের সঙ্গে বন্ডিং দরকার। মানসিকভাবে শক্ত থাকতে হবে আমাদের।সব দলই সমান, দুই একটা দল হয়তো একটু বেশি শক্তিশালী। যে কেউ-ই চ্যাম্পিয়ন হতে পারে।’

প্রথম রাউন্ড

১৫-৩-২০২০

আবাহনী লিমিটেড বনাম পারটেক্স স্পোর্টিং ক্লাব – মিরপুর

লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব - বিকেএসপি

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব বনাম ব্রাদার্স ইউনিয়ন - ফতুল্লা

১৬-৩-২০

শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম খেলাঘর সমাজ কল্যাণ সমিতি - বিকেএসপি

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্স - মিরপুর

মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম শাইনপুকুর ক্রিকেট ক্লাব – ফতুল্লা ঢাকা/ইয়াসিন/আমিনুল