খেলাধুলা

লোকি ফার্গুসন করোনা ‘নেগেটিভ’

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডের পরের ঘটনা। নিউজিল্যান্ডের পেসার লোকি ফার্গুসন গলায় জ্বালাপোড়া অুনভব করেন। করোনা ভাইরাস সন্দেহে তাকে হাসপাতালে পাঠানো হয়। রাখা হয় ২৪ ঘণ্টার কোয়ারেন্টাইনে। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা গেছে ফার্গুসন করোনা নেগেটিভ। অর্থাৎ তিনি করোনাভাইরাসে আক্রান্ত নন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে তিনি ৭১ রান দিয়ে ২ উইকেট নেন। যদিও ম্যাচটি হয়েছিল দর্শকশূন্য মাঠে। ওই ম্যাচে ৭১ রানে হার মেনেছিল কিউইরা। অস্ট্রেলিয়ার করা ২৫৮ রানের জবাবে নিউজিল্যান্ড অলআউট হয় ১৮৭ রানে।

আগামীকাল রোববার লোকি ফার্গুসন দেশে ফিরে যাবেন। আজ শনিবার (১৪ মার্চ) রাতেই নিউজিল্যান্ড দলের বাকি ক্রিকেটাররা দেশে ফিরে যাবেন। করোনা আতঙ্কে ইতিমধ্যে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের বাকি দুটি ম্যাচ (১৫ ও ২০ মার্চ) স্থগিত করা হয়েছে।

শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার আসন্ন নিউজিল্যান্ড সফরও স্থগিত করা হয়েছে। ঢাকা/আমিনুল