খেলাধুলা

থমকে গেল ভারতের ক্রিকেটাঙ্গন

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ওয়ানডে সিরিজ স্থগিত করা হয়েছে শুক্রবার। চলতি মাসের শেষের দিকে শুরু হতে যাওয়া আইপিএল স্থগিত করা হয়েছে ১৫ এপ্রিল পর্যন্ত। কবে শুরু হবে সেটা অনিশ্চয়তার চাদরে ঢাকা এখনো। রঞ্জি ট্রফির শেষ দিনে কোনো দর্শক মাঠে প্রবেশ করতে দেওয়া হয়নি।

করোনাভাইরাস আতঙ্কে আজ শনিবার ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) সব ধরনের ঘরোয়া প্রতিযোগিতা স্থগিত করেছে। এই তালিকায় আছে পেটাইম ইরানি কাপ, সিনিয়র উইমেন ওয়ানডে নকআউট, ভিজি ট্রফি, সিনিয়র উইমেন ওয়ানডে চ্যালেঞ্জার, উইমেন অনূর্ধ্ব-১৯ ওয়ানডে নকআউট, উইমেন অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি লিগ (সুপার লিগ ও নকআউট), উইমেন অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি চ্যালেঞ্জার ট্রফি, উইমেন অনূর্ধ্ব-২৩ নকআউট ও উইমেন অনূর্ধ্ব-২৩ ওয়ানডে চ্যালেঞ্জার। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এগুলো স্থগিত থাকবে।

মহামারী করোনাভাইরাস ভারতের ক্রিকেটাঙ্গনকে স্থবির করে দিয়েছে। শুধু কী ক্রিকেটাঙ্গন, গোটা ভারতের ক্রীড়াঙ্গনই স্থবির হয়ে গেছে।

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৪ ছাড়িয়েছে। মারা গেছে ২ জন।

 

ঢাকা/আমিনুল