খেলাধুলা

পাকিস্তানের ক্রিকেটের দায়িত্ব নিতে চান শোয়েব

পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) সিদ্ধান্ত দেওয়ার কাজটা সঠিক ব্যক্তির হাতে থাকলে দেশের ক্রিকেট ভালো করবে বিশ্বাস সাবেক পেসার শোয়েব আখতারের। ওই জায়গায় নিজেকে দেখার ইচ্ছা প্রকাশ করলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। সারা বিশ্বের ক্রিকেট বোর্ডগুলো যেখানে সাবেক খেলোয়াড়দের দিয়ে পরিচালিত হচ্ছে, সেখানে ভিন্ন ধারা পাকিস্তানে। তাই দেশের ক্রিকেটে বাজে অবস্থা মনে করেন শোয়েব। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) কাছ থেকে তাদের শেখা উচিত বললেন পাকিস্তানের সাবেক গতিতারকা।

পাকিস্তানি টেলিভিশনের এক টিভি শোতে শোয়েব বলেন, ‘সৌরভ গাঙ্গুলী বিসিসিআইর প্রেসিডেন্ট, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি চালাচ্ছে রাহুল দ্রাবিড়। গ্রায়েম স্মিথ ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান। মার্ক বাউচার তাদের প্রধান কোচ। কিন্তু পাকিস্তানে ঘটছে বিপরীত ঘটনা। তারা আমাকে কাজে লাগায়নি। টিভি শোতে বসে থাকা তো আমার কাজ ছিল না, তাদের উচিত ছিল আমাকে ক্রিকেট চালানোর দায়িত্ব দেওয়া।’

পাকিস্তানে অভিজাত শ্রেণির মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক এ পেসার। শোয়েবের মতে, তারা সবসময় দুর্বল কাউকে বসাতে চায় যেন তাকে নিজেদের মতো নিয়ন্ত্রণ করতে পারে। তিনি বলেছেন, ‘অভিজাত শ্রেণি গড়পড়তায় এমন কাউকে চায় যাকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে। ওইরকম চেয়ারম্যান তারা চায়, এমনকি তাদের চাওয়া থাকে একজন অনুগত অধিনায়ক।’ ঢাকা/ফাহিম