খেলাধুলা

ইংল্যান্ডকে ওয়েস্ট ইন্ডিজে খেলার প্রস্তাব

করোনার প্রভাবে থমকে আছে ক্রীড়াঙ্গন।

স্থগিত আছে একাধিক আন্তর্জাতিক সূচি, দ্বীপাক্ষিক সিরিজ। সামনেও সিরিজগুলোর ভবিষ্যত অনিশ্চিত। জুনে ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফর করার কথা রয়েছে। কিন্তু করোনার প্রভাবে সফর হবে কিনা নিশ্চিত নয়। সিরিজটি জুনের পরিবর্তে সেপ্টেম্বরে আয়োজন করতে চায় ইংল্যান্ড। কিন্তু নির্ধারিত সূচিতে নিজেদের মাটিতে সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট।

জুনে ইংল্যান্ডের মাটিতে তিন টেস্ট খেলার কথা ওয়েস্ট ইন্ডিজের। প্রথম টেস্ট হওয়ার কতা ওভালে, ৪ জুন। কিন্তু মহামারী করোনার প্রভাবে জুনে সিরিজ আয়োজনের কোনো সম্ভাবনা দেখছে না ইসিবি। এজন্য সেপ্টেম্বরের উইন্ডোতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো খেলতে চায় তারা।

কিন্তু ওয়েস্ট ইন্ডিজ চায় নির্ধারিত সূচিতেই হোক টেস্ট ম্যাচগুলো। এজন্য নিজেদের মাটিতে খেলার প্রস্তাব দিয়েছে তারা। শুধু তাদের দ্বিপাক্ষিক সিরিজটি নয়, জুলাইয়ে ইংল্যান্ড-পাকিস্তান সিরিজের আয়োজক হতে চায় তারা। ইংল্যান্ডের মাটিতে জুলাইয়ে তিনটি টেস্ট খেলার কথা পাকিস্তানের। ৩০ জুলাই সিরিজটি শুরু হবে। তিনটি ম্যাচেই আয়োজক হওয়ার প্রস্তাব দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট।

বিশ্বজুড়ে করোনা ছড়িয়েছে। ইংল্যান্ডে যেভাবে ছড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজে তুলনামূলক কম। খবরে এসেছে, বার্বাডোজ ও সেন্ট লুসিয়াতে মাত্র একজন করোনারোগী পাওয়া গিয়েছে। অ্যান্টিগাতে সংখ্যাটি মাত্র একজনের।

সিরিজ নিয়ে দুই বোর্ড এখনও আলোচনা করছে। কোনো কিছুই এখনও চূড়ান্ত নয়।

 

ঢাকা/ইয়াসিন