খেলাধুলা

তবে কি বাতিল হবে এবারের আইপিএল?

‘অলিম্পিকের মতো আসর করোনার জন্য এক বছর পিছিয়ে গেলে, আইপিএল তো তার তুলনায় কিছুই না।’-চলতি বছরের আইপিএল কি বাতিল হবে কিনা এমন প্রশ্নে এভাবে উত্তর দেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বশেষ সভা শেষে সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেন, ‘করোনা আতঙ্কে আমরা আইপিএল বন্ধ করবো না। আমাদের যথেষ্ঠ সুরক্ষার ব্যবস্থা আছে।’ তবে এরপরে ফ্র্যাঞ্চাইজি মালিকের সঙ্গে কথা বলে আইপিএল দুই সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করে সৌরভ। সংক্ষিপ্ত আকারে হলেও আইপিএল ১৫ এপ্রিল থেকে শুরু হবে বলে জানায় বিসিসিআই।

তবে এবার সে সিদ্ধান্ত থেকেও সরে আসতে চলেছে বিসিসিআই। ‘টাইমস অফ ইন্ডিয়া’ বিসিসিআইয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, ‘এটা আয়োজন করা আমাদের জন্য কঠিন হয়ে পড়ছে। ঠিক এ মুহূর্তে সরকারও বিদেশি কোনো খেলোয়াড়কে দেশে আসার অনুমতি দিচ্ছে না।’

বিসিসিআই যদিও এখনো অপেক্ষা করতে চাইছে, তবে ফ্র্যাঞ্চাইজি মালিকরা বাতিল করার প্রস্তাক দিয়েছে। কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক নেস ওয়াদিয়া বলেন, ‘সবকিছুর আগে আমাদের মানবতাকে রাখতে হবে। অবস্থার এখনো কোনো উন্নতি নেই। সুতরাং আইপিএল নিয়ে কথা বলাও বোকামি। যদি আইপিএল না হয়, তবে তাই হোক।’

নিজের কথায় নেস ওয়াদিয়া আরো যোগ করেন, ‘আইপিএল নিয়ে ভাবার কোনো মানেই হয় না। এখন আমরা কিভাবে বাঁচতে পারি সেটা নিয়ে ভাবতে হবে। এটা আমাদের জন্য তৃতীয় বিশ্বযুদ্ধের মতো।’

 

ঢাকা/কামরুল