খেলাধুলা

করোনাভাইরাসের মাঝেও চলছে ফুটবল লিগ

পৃথিবী জুড়ে সবাই এখন করোনাভাইরাসের ভয়ে ভীত। প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা। করোনার সবচেয়ে বড় প্রভাব পড়েছে ইউরোপে। স্পেন, ইতালির মতো উন্নত দেশগুলো স্মরণকালের সবচেয়ে ভয়াবহতার মধ্য দিয়ে দিন পার করছে।

ফলে ইউরোপের সব দেশ কার্যত লকডাউন হয়ে আছে। ক্রীড়াঙ্গনও থমকে গেছে। সেখানে কিনা বেলারুশে ফুটবল খেলা হচ্ছে নিয়মিত। এলাকাভিত্তিক নয়, বরং দেশটির ফুটবল লিগ চলছে পুরোদমে।

দেশটির প্রেসিডেন্ট আলেকজান্দ্রা লুকাশেঙ্কা করোনাভাইরাস নিয়ে এখনো দুঃশ্চিন্তাগ্রস্ত নন বলেই হয়তো চলছে লিগটি। প্রেসিডেন্ট দেশটির জনগণকে করোনা থেকে বাঁচতে বেশি করে ভোদকা পান করতে বলেছেন। এছাড়াও দেশটির ক্রীড়া মন্ত্রণালয় থেকে নিয়ম মেনে খেলা চালিয়ে যাওয়ার অনুমতিও দেওয়া হয়েছে।

করোনায় দেশটির জনগণও ভীত বলে মনে হয় না। নয়তো কি দেশটির লিগের সেরা ম্যাচ ‘মিনস্ক ডার্বি’ দেখতে পুরো স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ থাকে! সেখানে উপস্থিত তিন হাজার দর্শকের মাঝে অনেকে যদিও মাস্ক পরে খেলা দেখতে এসেছেন।

শনিবারও পূর্ব ইউরোপের দেশটির শীর্ষ প্রতিযোগিতার ছয়টি ম্যাচ হয়েছে। এদিকে ক্রীড়ামুদে সবার চোখ এখন দেশটির শীর্ষ লিগের দিকেই। কারণ, হোম কোয়ারেন্টাইনে থাকা খেলা পাগল মানুষের কাছে এছাড়া আর কোনো উপায়ও নেই। সেই সুযোগ কাজেও লাগিয়েছে দেশটি। রাশিয়া, ইসরাইল, ভারতসহ দশটি দেশে খেলা সম্প্রচারের চুক্তি করেছে বেলারুশ ফুটবল ফেডারেশন।

উল্লেখ্য, ৯৫ লক্ষ মানুষের দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা একশ’। তবে কেউ এখনো মারা যায়নি।

 

ঢাকা/কামরুল/আমিনুল