খেলাধুলা

ইতিহাসে প্রথমবারের মতো পিছিয়ে গেলো অলিম্পিক গেমস

আধুনিক অলিম্পিক গেমসের ইতিহাসে প্রথমবারের মতো পিছিয়ে গেলো প্রতিযোগিতাটি। এই বছর জুলাই-আগস্টে জাপানে অনুষ্টিত হওয়ার কথা ছিলো অলিম্পিক গেমস।

তবে একবছর পিছিয়ে গেলো গেমসটি। আগামী বছর জুলাই-আগস্টে অনুষ্টিত হবে এবারের আসর। অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস ব্যাচ আজ বিষয়টি নিশ্চিত করেছেন।

চলতি বছরের টোকিও ২০২০ অলিম্পিক আয়োজনকারী প্রতিষ্ঠানের প্রধান ইয়োশিরো মোরি জানিয়েছেন, অলিম্পিক কমিটির প্রধান থমাস ব্যাচের সঙ্গে তার যোগাযোগ হয়েছে। দু’পক্ষ ‘টোকিও ২০২০’ অলিম্পিক সামনের বছরে আয়োজন করার বিষয়ে একমত হয়েছেন।

অলিম্পিক শুরুর নতুন নির্ধারিত তারিখ হচ্ছে ২৩ জুলাই, ২০২১। যা চলবে ৮ আগষ্ট পর্যন্ত। এছাড়াও প্যারাঅলিম্পিক শুরু হবে সামনের বছরের ২৩ আগষ্ট থেকে। যা চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। ঢাকা/কামরুল