খেলাধুলা

৫ লাখ পাউন্ড নিয়ে এগিয়ে এলেন মরগ্যান-রুটরা

ইংলিশ ক্রিকেটারদের বেতন কমানো নিয়ে আলোচনা করে আসছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ।

ক্রিকেটাররা নিজেদের বেতন কমাতে শুরুতে রাজী ছিল না। বোর্ডের প্রস্তাব নিয়ে গড়িমসি করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা সাড়া দিয়েছেন। এউয়ন মরগ্যান, জোট রুট, জস বাটলাররা ৫ লাখ পাউন্ড অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ অনুদান শুধু বোর্ডের জন্য নয়, নির্দিষ্ট অংশ কোনো দাতব্য প্রতিষ্ঠানকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা।

এক বিবৃতিতে মরগান, রুটরা জানায়, ‘ইসিবির চুক্তিভুক্ত ক্রিকেটারদের বেতনের তিন মাসের ২০ শতাংশ অর্থ অনুদান করা হয়েছে। প্রয়োজনে সামনে আমরা মানুষের কল্যাণে আবার এগিয়ে আসব। এটা মাত্রই শুরু হলো।’

ছেলেদের দলের পর ইংলিশ মেয়েদের দলও স্বেচ্ছায় তিন মাসের বেতনের প্রায় ২০ শতাংশ অর্থ অনুদান করেছেন। দলের অধিনায়ক হিদার নাইট বলেছেন, ‘বর্তমান পরিস্থিতি মোকাবিলায় আমরা এগিয়ে এসেছি। সামনেও আমাদের দায়িত্ব আছে সাধারণের পাশে থাকার। আমরা অবশ্যই ইসিবির সঙ্গে যোগাযোগ করে আমাদের কাজ পুর্নাঙ্গরূপে করার চেষ্টা করবো।’

করোনাভাইরাস মহামারীর কারণে ইংল্যান্ডের ২০২০ ক্রিকেট মৌসুম আগামী ২৮ মে পর্যন্ত স্থগিত রয়েছে।

 

ঢাকা/ইয়াসিন