খেলাধুলা

গরিব ও দুস্থদের জন্য আবারও এগিয়ে এলো সাকিবের ফাউন্ডেশন

বাংলাদেশ ক্রিকেটের ‘পোস্টার বয়’ সাকিব আল হাসান করোনা মোকাবিলায় শুরু থেকে নিজের সর্বোচ্চটা করে আসছেন। নিজের চ্যারিটি প্রতিষ্ঠান ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ থেকে দান করে আসছেন আরও আগে থেকে।

এর আগে ‘মিশন সেইভ বাংলাদেশ’এর সহযোগিতায় ২০০০ অসহায় পরিবারের খাবারের জোগান করেছেন। এরপরে কনফিডেন্স গ্রুপের সহায়তায় ২০ লক্ষ টাকার একটা ফান্ড গঠন করেছেন।

আবার সাকিব আল হাসান ফাউন্ডেশন ও মিশন সেইভ বাংলাদেশ এর সহযোগিতায় এই ভয়াবহ সময়ে জাতির সুবিধাবঞ্চিত নাগরিকদের সহায়তার জন্য ২০ লাখ টাকার আরও একটি তহবিল সংগ্রহ করেছে।

এ নিয়ে এক ভিডিওবার্তায় সাকিব বলেন, ‘আশা করি সবাই সুস্থ, নিরাপদে ও ভালো আছেন। আমি অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে জানাচ্ছি যে, ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ ও ‘মিশন সেইভ বাংলাদেশ’ যৌথভাবে বিশ (২০) লক্ষ টাকার আরও একটি ফান্ড গঠন করেছে। আর এই প্রাপ্ত অর্থ দিয়ে গরিব ও দুস্থ মানুষদের খাবারের ব্যবস্থা করা হবে। আমি আশা করবো, আপনারাও যার যার জায়গা থেকে এরকম সুবিধাবঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়াবেন। ধন্যবাদ সবাইকে।’ ঢাকা/কামরুল