খেলাধুলা

তামিমের এ বার্তা আপনার জন্য…

করোনা মোকাবিলায় তরুণদের বার্তা দিয়েছেন তামিম ইকবাল। তাদের বাড়িতে থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। তামিমের পরিস্কার বার্তা, ‘স্টে হোম, স্টে সেফ।’

বৃহস্পতিবার ইউনিসেফ বাংলাদেশ তামিমের একটি ভিডিও প্রকাশ করেছে। করোনা মোকাবিলায় তরুণদের কি করা উচিত সেই নিদের্শনা দিয়েছেন দেশসেরা ওপেনার।

তামিম বলেছেন, ‘বাড়ির বাইরে গেলে আপনি শুধু নিজেকেই ঝুঁকিতে ফেলছেন না, বাড়ির বয়স্ক বা অসুস্থ মানুষদের ঝুঁকিতে ফেলছেন। এটা অনুভব করুন এবং পরিবারকে ক্ষতির হাত থেকে রক্ষা করুন এবং বাড়িতে থাকুন। ’

‘শহরে থাকুন নইলে গ্রামে, আপনি বাড়িতে থাকুন। বয়স্কদের জন্য ভাইরাসটি বেশি বিপজ্জনক কিন্তু তরুণরাও ঝুঁকিতে আছে। এটা আপনাদের নিয়ে যেতে পারে মৃত্যুর দিকে।’

‘ভাইরাসের বিপক্ষে দেশের যুদ্ধে চ্যাম্পিয়ন হিসেবে কাজ করুন। যদিও আমরা সামাজিক দূরত্ব মেনে চলছি…দূরের থেকে নানানভাবে বন্ধু-বান্ধব এবং আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ রাখুন। পাশাপাশি ফোন ও ইন্টারনেটে বিভিন্ন গণমাধ্যম থেকে সঠিক তথ্যগুলো নিতে থাকুন। ’

‘পরিবার ও আশপাশের মানুষকে যতটা সম্ভব এই ভাইরাস নিয়ে সঠিক তথ্য দিন। আবারও বলছি সব তরুণদের, আপনারা আপনাদের দায়িত্বটা অনুভব করুন। বাসায় থাকুন এবং পরিবারকে নিরাপদ রাখুন। ’

পরিবার নিয়ে নিজের বাসায় গৃহবন্দী তামিম। নিয়মিত জিম আর ফিটনেস ট্রেণিংয়ে নিজেকে ফিট রাখছেন ড্যাশিং ওপেনার। জাতীয় দলের তিন ফরম্যাটের তিন অধিনায়কের নেতৃত্বে এরই মধ্যে ২৭ ক্রিকেটার আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছেন। তাদের এপ্রিলের বেতনের অর্ধেক অর্থ অনুদান করেছেন। ৫ লাখ টাকা ট্যাক্স কাটার পর মোট ২৬ লাখ জমা হয়েছে।

এছাড়া বাংলাদেশের চুক্তিবদ্ধ ৯১ প্রথম শ্রেণির ক্রিকেটার তাদের বেতনের অর্ধেক টাকা অনুদান দিয়েছেন। জানা গেছে, সেখানেও প্রায় ৯ লাখ টাকা জমা হয়েছে। সিনিয়রদের দেখানো পথে এগিয়ে এসেছে জুনিয়ররাও। করোনায় বিপর্যস্ত অসহায় মানুষের সহায়তায় বিশ্বকাপজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল আড়াই লক্ষ টাকা অনুদান করেছেন।

 

ঢাকা/ইয়াসিন