খেলাধুলা

আপনি জানেন কি

ক্রিকেটের খুঁটিনাটি অনেক রেকর্ড আমাদের অজানা। তেমন-ই এক রেকর্ডের তথ্য দেব এবার।

আপনি জানেন কি, ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের কোন ক্রিকেটার প্রথম হ্যাটট্রিক করেছিলেন?

পেসার শাহাদাত হোসেন রঙিন পোশাকে বাংলাদেশের হয়ে প্রথম হ্যাটট্রিক করেছিলেন। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হ্যাটট্রিক পেয়েছিলেন তিনি। হ্যাটট্রিকের শুরু মিডল অর্ডার ব্যাটসম্যান তাফাদজোয়া মুফামবিসিকে আউট করে। উইকেটের পেছনে ক্যাচ দেন মুফামবিসি।

পরের বলে ইনসুইং ইয়র্কারে এল্টন চিগাম্বুরাকে এলবিডব্লিউ করেন শাহাদাত। হ্যাটট্রিক বলে তাঁর শিকার প্রসপার উতসেয়া। অফস্ট্যাম্পের বাইরের বল খোঁচা মারতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন জিম্বাবুয়ের অধিনায়ক।

শাহাদাতের পর আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন, তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ ওয়ানডেতে হ্যাটট্রিক পেয়েছেন।

 

ঢাকা/ইয়াসিন